নায়ক রাজ্জাকের স্ত্রীকে জড়িয়ে কাঁদলেন অরুণা বিশ্বাস

আট বছর আগে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

আট বছর আগে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ইচ্ছা ছিল, যাঁর হাত ধরে সিনেমায় এসেছিলেন, সেই নায়করাজ  রাজ্জাককেই করবেন তাঁর ছবির প্রধান অভিনেতা। অবশেষে পূরণ হচ্ছে তাঁর সিনেমা বানানোর স্বপ্ন। কিন্তু হলে কী হবে, তাঁর গুরুই যে আজ বেঁচে নেই। গত মঙ্গলবার প্রয়াত নায়কের স্ত্রী লক্ষ্মীর কাছে আশীর্বাদ নিতে রাজলক্ষ্মীতে ছুটে যান অরুণা বিশ্বাস। রাজ্জাকের স্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। কেক কাটেন। এ সময় রাজ্জাককে ঘিরে অতীত স্মৃতি মনে করে কেঁদে ফেলেন দুজন।

স্ত্রী লক্ষ্মীর সঙ্গে রাজ্জাক। এখন সবই স্মৃতির অ্যালবাম। ফাইল ছবি

অরুণা বলেন, ‘আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন রাজ্জাক কাকু। তিনি, তাঁর পরিবারের সবাই, সব সময় আমার পাশে ছিলেন, আছেন। কাকু অসুস্থ থাকা অবস্থায় সব সময় খোঁজখবর নিয়েছি। কাকুকে রক্ত দিয়েছি। কাকুর পরিবারের সবার সঙ্গে যোগাযোগ আছে। আমাকে মেয়ের মতো দেখতেন কাকু। মারা যাওয়ার আগে বাসায় বলে গিয়েছিলেন, আমাকে মেয়ের মতো দেখতে। কাকু আন্টির কাছে বলেছিলেন, আমার সিনেমায় অভিনয় করবেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, এসব বলে আন্টি কাঁদলেন। আমি কী বলব বুঝতে পারছিলাম না। কথাগুলো আমাকেও ভীষণ কষ্ট দিচ্ছিল। চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। কাকুর হাত ধরেই মিডিয়ায় পথ চলতে শিখেছি। আমার জীবনটাই তো বদলে দিয়েছিলেন কাকু।’

অরুণা বিশ্বাস
সংগৃহীত

সিনেমার শুটিং শুরু করার আগে সিনিয়র অভিনেতাদের মধ্যে আলমগীর, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজসহ সমসাময়িক যাঁদের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন, সবার কাছ থেকেই আশীর্বাদ নিয়েছেন অরুণা বিশ্বাস। ‘যাঁদের সঙ্গে প্রথমদিকে কাজ করেছি, ক্যামেরাম্যান মাহফুজ ভাই, পরিচালক শিবলী ভাই, মেকআপম্যান দীপক দাস, তাঁরা আজ কেউ বেঁচে নেই। অথচ আমার প্রথম সিনেমায় তাঁদের নিয়ে কাজ করব, কত পরিকল্পনা ছিল,’ বলেন অরুণা। নায়ক রাজ্জাক বেঁচে থাকলে আপনার সিনেমায় এখন অভিনয় করতেন? এমন প্রশ্নে অরুণা বলেন ‘একশতবার রাজ্জাক কাকু আমার সিনেমায় অভিনয় করতেন। কাকুই আমাকে সিনেমা বানানোর প্রেরণা দিয়েছেন।’

আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের জাবরা গ্রামে শুরু হয়েছে ‘অসম্ভব’ ছবির শুটিং
ছবি:সংগৃহীত

আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের জাবরা গ্রামে শুরু হয়েছে ‘অসম্ভব’ ছবির শুটিং। ইতিমধ্যে করোনাসহ নানা কারণে শুটিং বিলম্বিত হয়েছে। এখন টানা শুটিং করে শেষ করতে চান পরিচালক। তবে, সিনেমায় কে কে অভিনয় করছেন, সেটা এখনই বলতে চাচ্ছেন না। শুধু জানালেন ছোট ও বড় পর্দা মিলিয়ে একঝাঁক অভিনয়শিল্পী রয়েছে। নায়করাজ রাজ্জাকের প্রযোজনা-পরিচালনায় নির্মিত ‘চাঁপাডাঙ্গার বৌ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু করেন অরুণা বিশ্বাস।