নায়িকার কপাল খারাপ, নায়কের মন

‘মেকাপ’ ছবির শুটিংয়ে রিয়েলি ও রোশান
ছবি : সংগৃহীত

নবাগত নায়িকার স্বপ্ন ভেঙে গেছে। প্রেক্ষাগৃহে গিয়ে সবার সঙ্গে বসে নিজের অভিনীত সিনেমাটি দেখা আর হলো না নিপা আহমেদ রিয়েলির। ‘মেকআপ’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তাঁর। তবে সেন্সর বোর্ড ছবিটি দেখে সন্তুষ্ট হয়নি, দেয়নি ছাড়পত্র। অগত্যা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ছবিটি। এ ছবির অভিনেতা রোশানেরও মন খারাপ। ছবিটায় বেশ শ্রম দিয়েছিলেন তিনি। আশা করেছিলেন, সিনেমা হলে মুক্তি পাবে এটি। কিন্তু ছবিটির ভাগ্যে লেখা ছিল অনলাইনে মুক্তি।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে ‘মেকআপ’ ছবিটিকে। প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সেলিব্রিটি প্রোডাকশনস প্রযোজিত এ ছবি আজ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে। মুক্তির আগে গত শুক্রবার সীমিত পরিসরে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী, ছবির অভিনেতা ও কলাকুশলী। জানার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন সবাই, কেন ছাড়পত্র দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি সংশোধনী। কেন সরাসরি সিনেমা হলে মুক্তির অযোগ্য ঘোষণা করা হয়েছে ছবিটিকে।

‘মেকাপ’ ছবির শুটিংয়ে রিয়েলি ও রোশান
ছবি : সংগৃহীত

প্রদর্শনী শুরু হয়। চলচ্চিত্র জগৎ, সিনেমা, নায়ক–নায়িকাদের গল্প নিয়ে ‘মেকআপ’ ছবির কাহিনি। ২ ঘণ্টা ২৩ মিনিটের ছবি শেষ হতেই দর্শকেরা পরস্পরের সঙ্গে মতবিনিময় শুরু করেন। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সামনে আসেন ছবির পরিচালক অনন্য মামুন। প্রথম প্রশ্ন, সেন্সর বোর্ড কেন ‘মেকআপ’ ছবিটিকে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অযোগ্য ঘোষণা করল? মামুন বলেন, ‘কী কারণে করেছে, সেটা আমি জানি না। ছবির কোন অংশে সমস্যা, সংশোধনী দিলে বলতে পারতাম।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা তো ছবিটি দেখলেন, কোথাও সমস্যা মনে হয়েছে আপনাদের?’

ছবির সংলাপে এক জায়গায় অভিনেতা রোশান অভিনেত্রী রিয়েলিকে বলেছেন, ‘এই ইন্ডাস্ট্রি মেয়ে ধরার ফাঁদ।’ ঢাকার চলচ্চিত্রে এ ধরনের সংলাপ কতটুকু যৌক্তিক? এমন প্রশ্ন করেন আরেকজন। পরিচালক বলেন, ‘একটি সিনেমার মধ্যে দু–একটি সংলাপ, একটি–দুটি দৃশ্য অন্য রকম থাকে। সব দেশের সিনেমাতেই এমন আছে। তবে ওই সংলাপসহ যদি আরও কোনো সমস্যা থাকে, তাহলে সেন্সর বোর্ড থেকে জানানো হোক, সংশোধন করে দেব।’ পরিচালক অনন্য মামুনের দাবি, এ ছবিতে আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছেন প্রযোজক। তিনি বলেন, ‘মুনাফা তো দূরের কথা, অ্যাপস থেকে এ টাকা উঠবে না। প্রযোজকের জন্য এটা একটা বিরাট ক্ষতি।’

‘মেকাপ’ ছবির শুটিংয়ে রিয়েলি ও রোশান
ছবি : সংগৃহীত

‘মেকআপ’ রিয়েলির প্রথম ছবি। প্রথম ছবিতেই হোঁচট খেলেন তিনি। উদ্বোধনী প্রদর্শনীর পর মতবিনিময়ের সময় আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার কপালটাই খারাপ। জীবনের প্রথম ছবি মুক্তি পাবে, হলে সবার সঙ্গে বসে দেখব ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, ছবিটি দর্শকদের সঙ্গে বসে বড় পর্দায় দেখা হবে না।’ নিজের সিনেমা দেখে আজ কেমন লাগল জানতে চাইলে ছলছল চোখে রিয়েলি বলেন, ‘ছবি দেখতে দেখতে চোখে পানি চলে এসেছে। খুব কষ্ট করে কাজটি করেছি।’ অভিনেতা রোশানেরও মন খারাপ। ছবি দেখে তিনি বলেন, ‘ছবিটা হলে এলে আমার ভালো লাগত।’

প্রযোজনা সংস্থা সূত্র জানিয়েছিল, অ্যাপসে ৫০ টাকায় ২৪ ঘণ্টার জন্য ছবিটি দেখা যাবে। উদ্বোধনী প্রদর্শনীর পর জানা গেল, দর্শনী কমিয়ে ২০ টাকায় আনা হয়েছে। এই টাকায় এক দিনে যতবার খুশি দেখা যাবে ছবিটি। ‘মেকআপ’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, কলকাতার পায়েল মুখার্জি প্রমুখ।

রিয়েলি ও রোশান এসেছিলেন নিজেদের ছবির উদ্বোধনী প্রদর্শনীতে