নিজেকে দেখে অবাক বুবলী

শবনম বুবলীকবির হোসেন

পাঁচ বছরের অভিনয়জীবনে শবনম বুবলী কাজ করেছেন ডজনখানেকের বেশি ছবিতে। কিন্তু সিনেমার শুটিং শুরুর আগে গোছানো আয়োজনে একঝলক (ফার্স্ট লুক) প্রকাশিত হয়েছে এবারই প্রথম। তাই বুবলী ভীষণ আনন্দিত। নিজেকে দেখে নিজেই অবাক। আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা হলেও তিনি এই ভালো লাগার খবরটি জানান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ বুবলী অভিনীত নতুন চলচ্চিত্র। ‘বীর’ ছবির পর আবারও শাকিব–বুবলী জুটি পর্দা ভাগ করতে যাচ্ছেন। তাই তো শুরু থেকেই ছবিটি নিয়ে শাকিব-বুবলী ভক্তদের বেশ আগ্রহ। ফেব্রুয়ারিতে সাইনিং শেষে কাল মঙ্গলবার সকাল থেকে ঢাকার উত্তরায় শুরু হচ্ছে ছবিটির শুটিং।

করোনার সংক্রমণে লকডাউনের কারণে পূর্বনির্ধারিত সময়ে ছবিটির শুটিং শুরু করতে পারেননি পরিচালক তপু খান। শুটিং শুরুর আগেই ছবিতে বুবলী অভিনীত চরিত্র সম্পর্কে ধারণা দিতে ফার্স্ট লুক প্রকাশ করেন। তিন দিন আগে এই ছবির নায়ক শাকিব খানের ফার্স্ট লুকও প্রকাশিত হয়।

শবনম বুবলী
ছবি: প্রথম আলো

বুবলী বলেন, ‘আমি তো জানতামই না যে আজ ফার্স্ট লুক প্রকাশিত হবে। বিকেল পৌনে চারটার দিকে পরিচালক তপু খান জানালেন, ফেসবুকে তা প্রকাশের খবর। আমি তো দেখে মুগ্ধ, অবাক। ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে, এভাবে কোনো ছবির শুটিং শুরুর আগে ফার্স্ট লুক প্রকাশের অভিজ্ঞতা আমার জন্য প্রথমবার।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ফার্স্ট লুকে তিন ধরনের গেটআপে দেখা গেছে বুবলীকে। একটিতে সাধারণ সালোয়ার-কামিজে, অন্য দুটিতে আধুনিক পোশাক ও শাড়িতে। তিনজনের কোন জন বুবলীর ভালো লেগেছে জানতে চাইলে বললেন, ‘মাঝের জন, শাড়ি পরিহিত বুবলীই আমার বেশি পছন্দের। দুই পাশের জন তো ভীষণ রাফ অ্যান্ড টাফ লুকে আছে। চরিত্রের বৈচিত্র্য বোঝাতে পরিচালক এমনটা করেছেন বলে জানান।’

বুবলী ও শাকিব খান। ছবি: প্রথম আলো

টানা ৩৫ দিন শুটিং করে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ শেষ করতে চান পরিচালক তপু খান। তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম সিনেমা। অন্য রকম এক স্বপ্নের শুরু। সেই স্বপ্নের শুরুতে আমার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। শাকিব ভাই, বুবলী আপুসহ সবার সঙ্গে নিয়মিত গল্প ও চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা আমার প্রতি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে। কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করব, আমার স্বপ্নের বাস্তবায়ন করে একটি সুন্দর উপলক্ষ দেখে দর্শকের কাছে ছবিটি পৌঁছে দিতে। তত দিন পর্যন্ত সবার কাছে আমার জন্য দোয়া চাই।’