নির্মাতার জন্মদিনে চরকিতে আসছে ‘নীল মুকুট’

হাইতিতে 'নীল মুকুট'র শুটিংয়ের ফাঁকে কামার-সারা
ছবি: কামার আহমাদ সাইমনের সৌজন্যে

৮ আগস্ট কামার আহমাদ সাইমনের জন্মদিন। বিশেষ এই দিনেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাঁর ডকুড্রামা ফিল্ম ‘নীল মুকুট’।
জন্মদিনে ‘নীল মুকুট’ মুক্তি পাওয়া বিষয়ে কামার আহমাদ সাইমন বলেন, ‘জন্মদিন নিয়ে কখনোই আমার বিশেষ কোনো উত্তেজনা কাজ করে না, কিন্তু ইদানীং সকালে ঘুম থেকে উঠে মনে হয় যেন নতুন একটা জন্ম পেলাম। চারপাশে এত হাহাকার আর মৃত্যুর মাঝখানে জন্মদিনে “নীল মুকুট” মুক্তির খবর একটা অন্য রকম অনুভূতি তৈরি করেছে। মনে হয়, জীবনের জন্যই এই ভয় জয় করাটা জরুরি। জীবনকে উদ্‌যাপন করাটা জরুরি। চরকির এই বিশেষ আয়োজনের জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।’

‘নীল মুকুট’ ছবির পোস্টার
সংগৃহীত

‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। এ ছবির বিষয়বস্তু নিয়ে আছে রহস্য, যে রহস্য এখনই ভেদ করতে চান না নির্মাতা। গত বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। সে সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, চলচ্চিত্রটি সবার আগে দেখবেন বাংলাদেশের দর্শক। কিন্তু করোনায় দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় ছবির মুক্তি। অতঃপর গত মাসে ঘোষণা আসে, চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘নীল মুকুট’। চরকি এই ডকুড্রামার ডিজিটাল প্রচারসত্ত্ব নিয়েছে।

চরকিকে ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নেওয়ার কারণটা নির্মাতা কামার বলেন, ‘ছবি মুক্তি দেওয়ার জন্য তো এখন অনেক প্ল্যাটফর্ম। কিন্তু দুটো কারণে চরকির প্রতি আমার দুর্বলতা আছে। এক চরকি যে প্রতিশ্রুতি নিয়ে আসছে, তা আমাদের খুব অনুপ্রাণিত করেছে, আশা জাগাচ্ছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে চরকির সঙ্গে যে মানুষগুলো আছে, তাদের আমি যতটুকু চিনি, তা থেকে বলতে পারি, এই প্ল্যাটফর্ম বাংলাদেশের সিনেজগতের চিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।’

চলচ্চিত্র পরিচালক কামার আহমাদ সাইমন।
প্রথম আলো

১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। এরই মধ্যে অরিজিনাল সিরিজ, অরিজিনাল ফিল্ম ও অ্যান্থলজি সিরিজ মুক্তি দিয়ে সাড়া ফেলে দিয়েছে তারা। ব্যতিক্রমধর্মী কনটেন্ট নির্বাচনের কারণে তারা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।