পার্থ বড়ুয়ার আক্ষেপ ঘুচল

‘কেউ ডাকেনি, তাই করা হয়নি। আজ পর্যন্ত প্লেব্যাকের প্রস্তাব নিয়ে কেউ আসেনি। সংগীত পরিচালনার কথাও বলেনি। বললে অবশ্যই আনন্দ নিয়ে করতাম।’ ‘সিনেমায় গাইতে ও সংগীত পরিচালনায় দেখা যায় না কেন আপনাকে?’ এমন প্রশ্নে গত বছরের ৪ মে প্রথম আলোকে এমনটাই বলেছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। বছরখানেকের মধ্যে চলচ্চিত্রের গানে অভিষেক হয়েছে তাঁর। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে সেই গান ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে ব্যবহার করা হবে।

পার্থ বড়ুয়া
ছবি : ফেসবুক থেকে

গানটিতে পার্থ বড়ুয়া ছাড়া বাপ্পা মজুমদার আর পান্থ কানাইয়ের কণ্ঠও ব্যবহৃত হবে।
সংগীতের প্রায় প্রতিটি শাখায় কাজ করেছেন পার্থ বড়ুয়া। ব্যান্ডের বাইরে নতুন ও পুরোনো গান নিয়ে কাজ করে চলেছেন নিরলস। প্রতিটি ক্ষেত্রেই তিনি পেয়েছেন সফলতাও। যদিও আক্ষেপ হয়ে ছিল প্লেব্যাক, এবার সেটাও হয়ে গেল। ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য গাওয়া এই গানের নাম ‘রক্তের শেষ বিন্দু বাজি’। শাহান কবন্ধের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার বাপ্পা মজুমদারের বনানী স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনজনই।

বাপ্পা মজুমদার ও পার্থ বড়ুয়া
ছবি : সংগৃহীত

রক ঘরানার এই গান ‘অপারেশন সুন্দরবন’ ছবির অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তৈরি করা হয়েছে। সংগীতাঙ্গনের দীর্ঘদিনের তিন সহযাত্রী একসঙ্গে এক গানে কণ্ঠ দিতে পেরে খুব আনন্দিত। বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমবারের মতো পার্থদা কোনো সিনেমার গানে প্লেব্যাক করলেন। সেই সঙ্গে আমি, পার্থ দা এবং পান্থ কানাই—এই সংমিশ্রণে এই প্রথম। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সম্মানিত বোধ করছি, আমি তাঁদের ধন্যবাদ দিতে চাই। কাজটা আমার কাছে বিশেষ একটা কিছু হয়ে থাকবে। আরেকটা ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক দীপনদাকে, তাঁর আগ্রহ ও গানের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। কাজটা করে আমি খুব আনন্দিত। শাহান লিখেছেও খুব ভালো। প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে।’

ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। ছবির চিত্রায়নের সঙ্গে গানটি দারুণভাবে মানিয়ে গেছে। বাপ্পাদা গানের মিউজিকও করেছেন খুব ভালো। পার্থদা, বাপ্পাদা আর পান্থদা—অনেক আগে থেকেই এই তিনজনের গানের ভক্ত আমি। তাদের একসঙ্গে একই গানে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

র‌্যাব ওয়েলফেয়ার কো–অপারেটিভ সোসাইটি প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।