পালে দে ফেস্টিভ্যালে দেখানো হবে রেহানা

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি আগে দেখানো হলেও আঁ সার্তে রিগা বিভাগের উদ্বোধনী ছবি ফরাসি নির্মাতা আর্থার হারারির ‘ওনোদা’। সাল দুবুসিতে ৭ জুলাই সন্ধ্যা সোয়া সাতটায় হবে এই ছবির প্রথম প্রদর্শনী।

ট্রেলারে বাঁধনকে অন্য রকম লাগল

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেসবুক ইনবক্সে একটি লিংক পাঠালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও। যেটি আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ট্রেলার।

ট্রেলারে দেখা যায়, এক সন্ধ্যায় পরিচিত এক অধ্যাপকের রুম থেকে একজন শিক্ষার্থীকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসতে দেখেন রেহানা (আজমেরী হক বাঁধন)। ওই ঘটনার পর আস্তে আস্তে কেমন যেন ‘একরোখা’ হয়ে ওঠেন তিনি। ওই শিক্ষার্থীর পক্ষ নিয়ে সহকর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ

কিন্তু একই সময়ে তাঁর ছয় বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে। অনড় রেহানা ‘তথাকথিত’ নিয়মের বাইরে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী এবং নিজের মেয়ের জন্য ন্যায়বিচারের লড়াই করেন।

ট্রেলারে বাঁধনকে অন্য রকম লাগল। নাটক বা চলচ্চিত্রে এমন বাঁধনকে দেখা যায় না। কথা প্রসঙ্গে বাঁধন বললেন, ‘৭ জুলাই প্যারিস সময় বেলা ১১টা ১৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে দেখানো হবে “রেহানা মরিয়ম নূর”। এর মধ্য দিয়ে ছবিটির প্রথম প্রদর্শনী হবে। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটি দেখার। সাদ বলতেন, “ছবিটি তুমি একেবারে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখবে।” অবশেষে সময়টা কাছাকাছি আসছে।’

নাটক বা চলচ্চিত্রে এমন বাঁধনকে দেখা যায় না

কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া প্রমুখ।

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শুরুর আগে সাল দুবুসির লালগালিচায় হাঁটবেন বাংলাদেশি এই ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। কান উৎসবে অংশ নেওয়ার জন্য সাদ-বাঁধনসহ সাতজনের একটি দল এই মুহূর্তে প্যারিসের শহরতলির একটি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল বিভাগ আঁ সার্তে রিগায় স্থান করে নিয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’

১ ঘণ্টা ৪৭ মিনিট দৈর্ঘ্যের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী, খুশিয়ারা খুশবু, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি আগে দেখানো হলেও আঁ সার্তে রিগা বিভাগের উদ্বোধনী ছবি ফরাসি নির্মাতা আর্থার হারারির ‘ওনোদা’। সাল দুবুসিতে ৭ জুলাই সন্ধ্যা সোয়া সাতটায় হবে এই ছবির প্রথম প্রদর্শনী। সাধারণত প্রতিবছরের মে মাসে শুরু হয় কান চলচ্চিত্র উৎসব। করোনা মহামারির কারণে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে এবারের উৎসব শুরু হবে ৬ জুলাই।

সাল দুবুসিতে ৭ জুলাই সন্ধ্যা সোয়া সাতটায় হবে এই ছবির প্রথম প্রদর্শনী

কানের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে মনোনয়ন পেয়েছে ১৫টি দেশের ১৮টি সিনেমা। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ পরিচালকদের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিতে ১৯৭৮ সালে বিভাগটি চালু করেন জিল জ্যাকব। এই বিভাগে বিজয়ী সেরা ছবিকে দেওয়া হয় ৩০ হাজার ইউরো। ৬ জুলাই থেকে ফ্রান্সের কানে বসবে উৎসবের ৭৪তম আসর। উৎসবের সমাপনী দিন ১৭ জুলাই। ১৮ জুলাই সবার দেশে ফেরার কথা রয়েছে।