‘পায়ের তলায় মাটি নাই’ গোয়া চলচ্চিত্র উৎসবে

২০ থেকে ২৮ নভেম্বর ভারতের গোয়ায় বসবে ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৫২তম আসর। সেই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রটি প্রদর্শনীর সুযোগ পেয়েছে। ছবিটি উৎসবের সেরা পুরস্কার ‘সোনালি ময়ূর’-এর জন্য লড়বে। শুক্রবার বিকেলে এটি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক আবু শাহেদ।

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রের একটি দৃশ্য
সংগৃহীত

আবু শাহেদ বলেন, ‘খবরটি আজই জানতে পেরেছি। সকালে আয়োজকেরা তাঁদের ওয়েবসাইটে প্রতিযোগিতার ছবিগুলোর নামের তালিকা প্রকাশ করেছেন। এ প্রতিযোগিতায় ভারত, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপানসহ অনেকগুলো দেশের আরও ১৪টি ছবি লড়াই করবে।’

চলতি বছরের ৬ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছিল ছবিটি। এবার এশিয়ার আরেকটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিল এ ছবি। এ খবরে উচ্ছ্বসিত ছবির প্রযোজক। তিনি বলেন, ‘দুটি কারণে ভালো লাগাটা বেশি। প্রথমত, এটি রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র। দ্বিতীয়ত, বুসান ও কানের মতো উৎসবে আমাদের চলচ্চিত্র অংশগ্রহণ করে যে সুনাম ছড়িয়েছে, তা অভাবনীয়। পাশাপাশি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এ ছবি প্রতিযোগিতা বিভাগে সুযোগ পাওয়ায় বাংলা চলচ্চিত্রের একটা জয়জয়কার বলা যায়। তরুণ নির্মাতাদের এই জয় বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একটা আশাব্যঞ্জক ব্যাপার। সবকিছু মিলে আমি মনে করি, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা সঠিক পথেই আছি।’

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির পোস্টার
সংগৃহীত

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ অনেকেই। বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহপ্রযোজক হিসেবে আছেন ফরিদুর রেজা সাগর ও তাহরিমা খান।

‘২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছিল ছবিটি।
সংগৃহীত