প্রথমবারের মতো একসঙ্গে পূর্ণিমা ও মিথিলা

‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে মিথিলা ও পূর্ণিমাছবি: প্রথম আলো

পূর্ণিমা ও মিথিলা দেশের বিনোদনজগতে পরিচিত দুই মুখ। বিনোদনজগতে তাঁরা কাজ করছেন এক যুগের বেশি সময়। সম্প্রতি প্রথম আলো অনলাইনের আয়োজনে হাতিল নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন মিথিলা। অনুষ্ঠানে তিনি পূর্ণিমার মুখোমুখি হন। তাঁদের আলাপচারিতায় জানা গেল, এই প্রথমবারের মতো দুজনের কোনো অনুষ্ঠানে দেখা। অনুষ্ঠানে মিথিলাকে অনেক প্রশ্ন করতে পারবেন বলে খুশি পূর্ণিমা। অন্যদিকে ‘নার্ভাস অতিথি’ ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
কী নিয়ে মিথিলার ব্যস্ততা? অনুষ্ঠানের শুরুতে পূর্ণিমার এমন প্রশ্নে মিথিলা জানান, ‘আমার অনেক অনেক কাজ। কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, সেটাই ভেবে পাচ্ছি না।’

এরপর এক এক করে বলা শুরু করেন মিথিলার কাজের ফিরিস্তি।
মিথিলা বলেন, ‘আমার ফুলটাইম একটা চাকরি আছে। সেটা নিয়েই আমি দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকি। আমি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ করছি।

মিথিলা
ছবি: প্রথম আলো

১৩ বছরের বেশি সময় ধরে উন্নয়ন কর্মী হিসেবে আছি ব্র্যাকে। এই ১৩ বছরে কখনো বলতে পারিনি আমার কাজ নেই। কিছুদিনের মধ্যে আফ্রিকা যাব কাজের জন্য। থাকব দুই সপ্তাহ। এ ছাড়া সরকারির অনুদানের চলচ্চিত্র ‘জ্বলে জ্বলে তারা’ শেষ করলাম। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এরপর আফ্রিকা থেকে ফিরে এসে ‘জ্বলে জ্বলে তারা’ চলচ্চিত্রের ডাবিং করব।

কলকাতায় একটা কাজের কথা চলছে। সেটার শুটিং শুরু হতে পারে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ ছবির ডাবিং বাকি আছে, সেটাও করতে হবে। একই সঙ্গে বাড়িতে আমার আট বছরের মেয়ে আয়রা আছে। এসব নিয়ে ব্যস্ত সময় পার করছি। তাছাড়া আমি পিএইচডি করছি। সেটার তথ্য সংগ্রহ শুরু করতে হবে।
দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন বাংলাদেশের যেসব তারকা, তাঁদের নিয়েই প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এ অনুষ্ঠান প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলারা হানিফ পূর্ণিমা।