ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানালেন বুবলী

শবনম বুবলীছবি : প্রথম আলো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল টানা সপ্তম দিনের মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আজ রোববার ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম বুবলী। আজ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসংবলিত একটি পোস্ট করেন।

বুবলী তাঁর পোস্টে লেখেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।’

শবনম বুবলী
ছবি: প্রথম আলো

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল রাতে এক ঘণ্টা ধরে দেড় শতাধিক রকেট বৃষ্টির মতো ছোড়া হয়েছে। জরুরি সহায়তা দল ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে ৭০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক পুরোপুরি বা কোথাও কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টের প্রসঙ্গ ধরে কথা হয় বুবলীর সঙ্গে। প্রথম আলোকে আজ সন্ধ্যায় বললেন, ‘ঈদের আগে থেকেই বিষয়টি নজরে এসেছিল। খবরগুলো দেখছিলাম, আর মনটা খারাপ হচ্ছিল। পবিত্র রমজান মাস এবং ঈদের দিনে ফিলিস্তিনে হামলার স্থির চিত্র ও ভিডিওগুলো দেখে নিজেকে স্থির রাখা মুশকিল হয়ে পড়ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার বলার যে প্ল্যাটফর্ম, ফেসবুককে বেছে নিলাম। নিজের মনের কথাগুলো দিয়ে প্রতিবাদ জানালাম।’

শবনম বুবলী
ছবি: প্রথম আলো

বুবলী তাঁর ফেসবুকে আরও বলেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহি চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?’

পরিশেষে বুবলী ফিলিস্তিনে নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

এদিকে বুবলী প্রস্তুতি নিচ্ছেন পরের ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর। ২৩ মে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এই ছবিতে তিনি অভিনয় করবেন ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে। ঈদের আগে দুই অভিনয়শিল্পী ফটোশুটেও অংশ নিয়েছেন।

বুবলী
ছবি : বুবলীর সৌজন্যে

বুবলী জানান, একটি অসাধারণ গল্পের ছবি হবে এটি। বুবলী বলেন, ‘এমন গল্পের জন্যই অভিনয়শিল্পীরা অপেক্ষা করে থাকেন। পরিচালকের সঙ্গে সার্বক্ষণিক ছবিটির নানা দিক নিয়ে আলাপ হচ্ছে। টিমটাও অসাধারণ। এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়ে টিমের অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। দারুণ স্পিরিট নিয়ে কাজটি এগিয়ে নিচ্ছেন সবাই। অন্য রকম একটি গল্পের অংশ হতে পারব ভেবে ভালো লাগছে।’

আরটিভি প্রযোজিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটির পরিচালক তপু খান। পরিচালকের এটি হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র। তিনি এর আগে দুই শতাধিক নাটক পরিচালনা করেছেন। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও বানিয়েছেন অনেক।