সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প

দামাল ছবির শিল্পী পরিচিতি অনুষ্ঠানে (বাম থেকে) সিয়াম, মিম, শাহনাজ সুমী ও শরীফুল রাজ।
ছবি–সংগৃহীত।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে। ‘দামাল’ নামের এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করতে যাচ্ছেন। ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে আছেন মিম, শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।
ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা। ছবির শুটিং শুরুর আগে গতকাল রোববার ঢাকার বনানীতে শিল্পী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘দামাল’ ছবির শিল্পী পরিচিতি অনুষ্ঠানে পরিচালক, ক্রিয়েটিভ প্রোডিউসারসহ শিল্পী ও কলাকুশলীরা।
ছবি–সংগৃহীত।

ফুটবল ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘দামাল’ সিনেমায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত মিম। তিনি বললেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এর আগে অনেক ছবি তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে ছবিতে মুক্তিযুদ্ধ ও ফুটবল তুলে ধরা হয়নি। ‘দামাল’ ছবির গল্পে যে ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হচ্ছে, তা নিয়ে আগে কখনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। এমন একটি গল্পে কাজের সুযোগ পাওয়াটা আমার অভিনয়জীবনের নতুন কিছু যোগ করবে।’

দামাল ছবির শিল্পী পরিচিতি অনুষ্ঠানে (বাম থেকে) সিয়াম, মিম, শাহনাজ সুমী ও শরীফুল রাজ।
ছবি–সংগৃহীত।

জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে শ পাঁচেক শিল্পী কাজ করবেন। এই ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন। তিনি বললেন, ‘করোনার সময়ে সিনেমায় লগ্নি এবং সিনেমা ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনা জটিল একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম একটু বড় ধরনের প্রকল্প করতে চায়। আগামী বছর স্বাধীনতার ৫০ বছর। মুক্তিযুদ্ধের একটা অনন্য দলিল হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল। এই স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সমসাময়িকভাবে আরও কিছু গল্পের মিশেলে “দামাল” গল্পটা লেখা হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী এই ছবি নিয়ে। যদিও আমরা একটা চ্যালেঞ্জিং সময়েই শুটিং করছি। এরপরও চেষ্টা থাকবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারব। তিন মাস ধরে এই ছবির প্রস্তুতি চলছে।’