বছর শেষে সিনেমা মুক্তির হিড়িক, কারণ কী

  • ডিসেম্বরে পাঁচটি নতুন সিনেমা মুক্তির ঘোষণা

  • গত ১১ মাসে মুক্তি পেয়েছে মাত্র ১১টি ছবি

  • মাত্র ১৮ দিনে প্রিয় কমলা ছবিটির পুরো শুটিং শেষ

  • নবাব এলএলবি শুধু অনলাইনে মুক্তি পাবে

ডিসেম্বরের প্রথম সপ্তাহে একসঙ্গে পাঁচের বেশি ছবি মুক্তির ঘোষণা রীতিমতো ‘সাড়া’ ফেলেছে ঢালিউডেকোলাজ: আমিনুল ইসলাম

দেড় মাস ধরে প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরেও সিনেমা পাননি হলমালিকেরা। বিগত ১১ মাসে দেশে মাত্র ১১টি ছবি মুক্তি পেয়েছে। নতুন স্বাভাবিকে নতুন ছবির অভাবে আবার বন্ধ হয়ে গেছে কিছু সিনেমা হল। হুট করেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে একসঙ্গে পাঁচের বেশি ছবি মুক্তির ঘোষণা রীতিমতো ‘সাড়া’ ফেলেছে ঢালিউডে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, হুট করেই সিনেমা মুক্তির হিড়িক পড়ার হেতু কী?

‘বিশ্বসুন্দরী’র একটি দৃশ্যে পরীমনি ও সিয়াম
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কেউ বলেছেন, আগামী বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ছবিটি দেখতে অনেকেই বছর শেষে ছবিটি নামকাওয়াস্তে মুক্তি দিচ্ছেন। কারণ, করোনা সংক্রমণের কারণে এ বছর ছবি মুক্তি পেয়েছে কম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে তাই এগিয়ে থাকার উদ্দেশ্যে বছর শেষে ছবি মুক্তির হিড়িক। কারণ, আগামী বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ছবির নাম লেখাতে হলে এ বছরই সিনেমা হলে ছবিটি মুক্তি পেতে হবে।
সংশ্লিষ্ট ছবির প্রযোজকেরা বলছেন, প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসা হচ্ছে না। প্রেক্ষাগৃহ বাঁচাতে করোনার এই সংকটেও তাঁরা নতুন ছবি নিয়ে দর্শকের কাছে হাজির হতে চাচ্ছেন। যদিও এই প্রযোজকেরাই এর আগে লোকসানের আশঙ্কায় ছবি মুক্তি দিতে রাজি হননি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, গত ১০ জানুয়ারি মুক্তি পায় এই বছরের প্রথম সিনেমা জয়নগরের জমিদার। এরপর গত ২৩ অক্টোবর পর্যন্ত নতুন ছবি মুক্তি পেয়েছে ১১টি। এর মধ্যে উল্লেখযোগ্য বীর, গণ্ডি, শাহেনশাহ, ঊনপঞ্চাশ বাতাস ইত্যাদি।

রূপসা নদীর বাঁকে ছবির দৃশ্য

ডিসেম্বর মাসে বেশ কয়েকটি নতুন ছবি মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে প্রিয় কমলা, বিশ্বসুন্দরী, টুঙ্গিপাড়ার মিয়া ভাই, নবাব এলএলবি, রূপসা নদীর বাঁকে এবং আমি তোমার রাজা, তুমি আমার রানি ছবির নামই বেশি শোনা যাচ্ছে। কোনো ছবির সেন্সর ছাড়পত্র মিলেছে আবার কোনোটি সেন্সর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত নবাব এলএলবি শুধু অনলাইনে মুক্তি পাবে, বাকি ছবিগুলো প্রেক্ষাগৃহ ও টেলিভিশন—দুই মাধ্যমে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন প্রযোজক ও পরিচালকেরা।

টুঙ্গিপাড়ার মিয়াভাই ছবিতে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি
সংগৃহীত

কোনো ছবির মুক্তি দেওয়ার জন্য তড়িঘড়ি করে কাজ শেষ করা হচ্ছে। যেমন প্রিয় কমলা ছবিটির কথাই বলি। ১৬ ডিসেম্বর উপলক্ষে দেশের দুটি মাল্টিপ্লেক্স আর চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অপু বিশ্বাস ও বাপ্পী অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রিয় কমলা।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার একটি দৃশ্য
ফেসবুক

সেপ্টেম্বরে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়। এরপর নায়ক-নায়িকা চূড়ান্ত করেই ১২ নভেম্বর থেকে শুটিং শুরু করেন পরিচালক শাহরিয়ার নাজিম। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, মাত্র ১৮ দিনে ছবিটির পুরো শুটিং শেষ করেছেন পরিচালক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের এক প্রত্যন্ত অঞ্চলের প্রেমের গল্প প্রিয় কমলা। এই সময়ের সঙ্গেও সম্পর্ক আছে গল্পটির। স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী পেল এবং কী পেল না, তা-ও তুলে ধরেছি।’
টুঙ্গিপাড়ার মিয়াভাই ছবির প্রযোজক সেলিম খান জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা করে রেখেছেন। সেন্সর ছাড়পত্র এর মধ্যে পেয়ে গেলেই মুক্তি দিয়ে দেবেন। তা না হলে ছবিটি মার্চের আগে মুক্তি দেওয়া হবে না।

‘নবাব এলএলবি’ ছবির দৃশ্যে শাকিব খান
ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ জানান, ‘শুনেছি এই মাসে বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে। এতগুলো ছবি মুক্তির বিষয়টি আনন্দের। কিন্তু এমনও শুনছি, কেউ নামমাত্র ছবি মুক্তির চিন্তা করছেন। উদ্দেশ্য হতে হবে প্রেক্ষাগৃহ বাঁচানো কিংবা দর্শকদের বিনোদন দেওয়া। তা যদি না হয়, বিষয়টি হবে খুবই দুঃখজনক।’