বাপ্পীর জায়গায় দীঘির বিপরীতে সাইমন

বাপ্পীর জায়গায় দীঘির বিপরীতে সাইমন সাদিককে নেওয়া হয়েছে
সংগৃহীত

সম্প্রতি  ‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও দীঘি। আগামী নভেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। হঠাৎ শোনা যাচ্ছে, ছবিটিতে থাকছেন না বাপ্পী চৌধুরী। ছবিতে চুক্তি বাবদ নেওয়া টাকাও প্রযোজককে ফিরিয়ে দিয়েছেন এ অভিনেতা।
তরুণ নায়িকা দীঘির সঙ্গে ফটোশুটও করা হয়েছিল বাপ্পীর। হঠাৎ এই আচরণের কারণ কী? ওই ছবির সূত্র জানিয়েছে, শিডিউল জটিলতা ও লুক নিয়ে পরিচালকের সঙ্গে মতপার্থক্যে ছবিটি ছাড়তে হয়েছে বাপ্পীকে।
বাপ্পী জানান, আগামী ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু করতে চান পরিচালক। কিন্তু ওই সময়ে তাঁর কয়েকটি ছবির ছোট ছোট কাজ শেষ করতে হবে। এ ছাড়া মাথার চুলের ‘লুক’ নিয়েও বিরোধ হয়েছে পরিচালকের সঙ্গে। বাপ্পী বলেন, ‘“৫৭০” নামে একটি ছবির শুটিং আগামী শনিবার শেষ হবে। এই ছবির জন্য আমার মাথার চুল ছোট করতে হয়েছে।

মাথার চুল বড় হতে আরও মাস দুয়েক লাগবে। তা ছাড়া এর মধ্যে আমার আগের কয়েকটি ছবির কিছু ছোট ছোট অংশ বাকি আছে, তা শেষ করতে হবে। আমি প্রযোজক ও পরিচালককে অনুরোধ করেছিলাম ডিসেম্বরের শেষ দিকে “তুমি আছ তুমি নেই” ছবির কাজ শুরু করতে। তাঁরা রাজি হননি। তাই ছবিটিতে অভিনয় করতে পারছি না। গত বৃহস্পতিবার চুক্তির টাকা ফেরত দিয়েছি।’

সম্প্রতি ‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও দীঘি।
সংগৃহীত


এ প্রসঙ্গে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘চুল বড় করার জন্য ছবির শুটিং পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন বাপ্পী। আমি রাজি হইনি। দেরি করে শুটিং শুরু করলে সমস্যা হতে পারে। করোনার কারণে সামনে কী পরিস্থিতি আসবে, আমরা জানি না।

বাপ্পী চৌধুরী
ফেসবুক

দেখা গেল সিনেমার বাজেট অন্য কাজে ব্যয় হয়ে গেছে। তা ছাড়া আগে থেকেই এই ছবির অন্যান্য শিল্পী, কলাকুশলী এবং কারিগরি টিম চূড়ান্ত। শুটিং পেছানো সম্ভব নয়। তা ছাড়া ডিসেম্বরের দিকে নতুন আরেকটি ছবির কাজ শুরু করব। এ কারণেই বাপ্পীর ছবিটিতে অভিনয় করা হচ্ছে না।’
বাপ্পীর জায়গায় দীঘির বিপরীতে সাইমন সাদিককে নেওয়া হয়েছে। পরিচালক বলেন, ‘গত রাতেই সাইমন সাদিককে এই ছবিতে চূড়ান্ত করেছি। হাতে খুব একটা সময় নেই। তাই তাড়াহুড়া করেই নায়ক চূড়ান্ত করেছি।’

সাইমন সাদিক
সংগৃহীত