বিলডাকিনির মাঝি মোশাররফ করিম

হাজারো মানুষের ভিড়ের মধ্যে চলছে শুটিং

সম্প্রতি শুরু হয়েছে বিলডাকিনি ছবির শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তাঁকে দেখা যাবে মাঝির চরিত্রে। ছবিটির শুটিংয়ে এখন নওগাঁ জেলার আত্রাইয়ে আছেন এই অভিনেতা। হাজারো মানুষের ভিড়ের মধ্যে চলছে শুটিং। শুটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন তিনি।

সম্প্রতি শুরু হয়েছে বিলডাকিনি ছবির শুটিং। পরিচালক দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মোশাররফ করিমকে
ছবি: সংগৃহীত

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং নিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। প্রযোজক ও পরিচালকের মধ্যে গল্পের পরিবর্তন ও অর্থ নিয়ে মতভেদ দেখা দেয়। অবশেষে মূল পরিচালক মনজুরুল ইমলামকে বাদ দিয়ে নীরবেই শুটিং শুরু হয়েছে। নতুন পরিচালক যুক্ত হয়েছেন ফজলুল কবীর। ছবির প্রযোজক আবদুল মমিন খান বলেন, ‘অনেকটা দেরি হয়ে গেছে, অনেক জল ঘোলা হয়েছে। আমরা এখন সরকারি সব নিয়ম মেনেই শুটিং করছি। দুই–এক দিনের মধ্যেই পার্ণো দেশে আসবেন। সম্পূর্ণ শুটিং এই মাসেই শেষ করব।’

সিনেমার একটি দৃশ্যে লুৎফর রহমান জর্জ
ছবি: সংগৃহীত
গত সপ্তাহে আত্রাইয়ের পতিসরে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে আত্রাইয়ের পতিসরে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ছবিতে তাঁর সহ-অভিনেত্রী পার্ণো মিত্র। তিনি এখনো বাংলাদেশে আসেননি। পার্ণোকে ছাড়াই বাকি অংশের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকারসহ অন্য অভিনয়শিল্পীরা। মোশাররফ করিম বলেন, ‘প্রায় সাত দিনের মতো হলো শুটিং শুরু করেছি। গল্প দারুণ। চরিত্রটি ভালো লাগায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। ২৫ জানুয়ারি পর্যন্ত শিডিউল দেওয়া। এ সময়ের মধ্যেই সিনেমাটির আমার অংশের দৃশ্য শেষ হওয়ার কথা।’

শুটিংয়ের আগেই ছবিটির গান প্রস্তুত করা হয়েছে। একটি গান গেয়েছেন নিশিতা বড়ুয়া। এ বছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পরিচালক ফজলুল কবীর। তিনি এর আগে একই অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ ছবির শুটিং শুরু করেছেন। আগামী মাসে ছবিটির শেষ ধাপের কাজ শুরু হবে। সেখানেও অভিনয় করেছেন মোশাররফ করিম। এদিকে মোশাররফ অভিনীত অনুদানের ছবি ‘মুখোশ’ মুক্তির তালিকায় রয়েছে।

সিনেমার একটি দৃশ্যে শিল্পী সরকার
ছবি: সংগৃহীত