বিশাল ভরদ্বাজ তোমাকে অনেক পছন্দ করেছেন, বিমানে বাঁধনকে অনুরাগ কশ্যপ

অনুরাগ কশ্যপ, বাঁধনদের উৎসবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
ছবি: বাঁধনের সৌজন্যে

ভারতের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের পরিচয় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে। তারপর থেকে তাঁদের যোগাযোগ, বন্ধুত্ব। অনুরাগ কশ্যপের সূত্রে ভারতের আরেক গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে পরিচয় বাঁধনের। পরে বিশালের সিনেমায় অভিনয়ও করেন বাঁধন। দীর্ঘদিন পর আবারও বাঁধন ও অনুরাগ কশ্যপের দেখা হলো বিমানে। কশ্যপের কাছ থেকে শুনলেন, ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ তাঁকে অনেক পছন্দ করেছেন।

বাঁধন যাচ্ছিলেন ভারতের কেরালায়। বেঙ্গালুরু থেকে তাঁকে উঠতে হয় আলাদা প্লেনে। সেখানেই দেখা হয়ে যায় অনুরাগ কশ্যপের সঙ্গে। বিমানে পাশাপাশি আসনে বসেছিলেন তাঁরা। তাঁদের উভয়ের গন্তব্য ছিল ২৬তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসব। উৎসবটি বাঁধন অভিনীত ‘রেহানা’ সিনেমা দিয়েই শুরু হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন অনুরাগ কশ্যপ।

বাঁধন ও বিশাল ভারদ্বাজ
ছবি: বাঁধনের সৌজন্যে

বাঁধন বলেন, ‘অনুরাগ কশ্যপের কারণেই বিশাল ভরদ্বাজের মতো আরেক খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজ করেছি। তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরে আমার “খুফিয়া”য় কাজ করার সুযোগ হয়। আমাদের কাজটি দারুণ ছিল। সেই সময় থেকে বিশাল ভরদ্বাজ স্যারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হয়। কাজটি করতে গিয়ে আমাদের এই পরিচয়। গতকাল বিমানে দেখা হওয়ার পর অনুরাগ কশ্যপের কাছে জিজ্ঞেস করলাম, বিশাল ভরদ্বাজ স্যার আমার কাজ নিয়ে কী বলেছেন? কারণ, তাঁদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। তখন অনুরাগ কশ্যপ বললেন, “তোমার অভিনয়ের অনেক প্রশংসা করেছেন, তোমাকে অনেক পছন্দ করেছেন। তোমাকে কাস্টিং করা তাঁর ভালো একটি সিদ্ধান্ত ছিল”।’

‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে গত বছর। অ্যাকশন, ক্রাইম, থ্রিলারধর্মী এই সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। পুরো শুটিং মনোযোগী শিক্ষার্থীর মতো শেষ করেছিলেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘ভালোভাবে শুটিং শেষ করলেও কিছুটা ভীত ছিলাম। পরে অনুরাগ কশ্যপের কথায় মনে হলো, স্যারের তাহলে আমার অভিনয় অনেক ভালো লেগেছে। এটা আমার জন্য খুশির সংবাদ, প্রাপ্তি। সুসংবাদটা বিমানে পেলাম। সত্যিই ভালো লাগছে।’

উৎসবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বাঁধন
ছবি: বাঁধনের সৌজন্যে

উৎসবের যাত্রাপথে এতটাই তাড়া ছিল যে মেকআপ ও ড্রেসআপ বিমানবন্দরে নেমেই সারতে হয়েছে। পরে সরাসরি উৎসবে অংশ নিয়েছেন। বাঁধন বলেন, ‘উৎসবের সময়গুলোও বেশ ভালো কেটেছে। পুরো অনুষ্ঠানে অনুরাগ কশ্যপ ছাড়া কাউকে আমি চিনি না। তখন মঞ্চে বসে অনুরাগ কশ্যপ বলছিলেন, “তুমি চিন্তাও করতে পারবে না, এখানে কারা এসেছেন ‘রেহানা’ সিনেমাটি দেখতে।” ভারতের গুণী প্রায় সব সমালোচক, অনেক গুণী নির্মাতা, বার্লিনসহ বেশ কিছু উৎসবের ডেলিগেটসহ অনেকে। সব মিলিয়ে উৎসবের প্রথম দিনটি সেরা একটি সময় কেটেছে।’

ডিনারের টেবিলে অনুরাগ কশ্যপ, বাঁধন ও অন্যান্যরা
ছবি: বাঁধনের সৌজন্যে

অনুষ্ঠানের প্রায় পুরো সময় একসঙ্গে ছিলেন অনুরাগ কশ্যপ ও বাঁধন। এসব মুহূর্ত সম্পর্কে বাঁধন বলেন, ‘উৎসবে, ডিনার টেবিলে সবার কাছে অনুরাগ কশ্যপ আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এটা আমাকে সত্যিই সম্মানিত করেছে। এত বড় একজন পরিচালক সবাইকে বলছিলেন, “বাংলাদেশের প্রথম কোনো সিনেমা কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। সেই সিনেমার মূল চরিত্র বাঁধন। আমাদের বিশাল ভরদ্বাজের সিনেমায় অডিশন দিয়েছেন, পরে ভালো একটি চরিত্রে অভিনয় করেছেন। বিশাল তাঁর অভিনয়ে খুশি।” ভারতে বিশাল ভরদ্বাজ মানে অনেক বড় ব্যাপার। বিশাল ভরদ্বাজ আমার অনেক প্রশংসা করেছেন, সেটা অনুরাগ কশ্যপ উপস্থিত সবাইকে বলছেন—এটা আমার অনেক ভালো লেগেছে। যে পরিবেশের সঙ্গে পরিচিত ছিলাম না, সেখানে গুণী দুই মানুষের প্রশংসায় আমি সম্মানিত বোধ করেছি। ব্যক্তিগতভাবে, আমি অনুরাগ কশ্যপ ও বিশাল ভরদ্বাজের ব্যবহারে মুগ্ধ।’

কান উৎসবে বাঁধন ও অনুরাগ কশ্যপ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

১৮ মার্চ বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে শুরু হয়েছে কেরালা চলচ্চিত্র উৎসব। উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উদ্বোধনী প্রদর্শনীর পর ২১ ও ২৩ মার্চ আরও দুটি বিশেষ শো হবে ‘রেহানা’র। ২৫ মার্চ শেষে হবে এ উৎসব। সপ্তাহব্যাপী উৎসবে ১৭০টি দেশের সিনেমা দেখানো হবে। উৎসব শেষে দেশে ফিরবেন বাঁধন। উৎসবটির উদ্বোধন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুরাগ কশ্যপ। দর্শকদের আগ্রহের ‘রেহানা’য় বাঁধন ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। সিনেমাটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।