বিশেষ ‘দিনটি’ অপু বিশ্বাসের কাছ থেকে কেড়ে নিলেন তাঁর প্রিয়জনেরা

অপু বিশ্বাসছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে

গত কয়েকটি জন্মদিন সেভাবে পালনই করা হয়নি। একদিকে করোনা, অন্যদিকে মায়ের মৃত্যু—সব মিলে জন্মদিনগুলো মন খারাপ করেই পার করেছেন অপু বিশ্বাস। আয়োজনও ছিল ঘরোয়া, সীমিত। তবে আস্তে আস্তে নিজেকে শক্ত করেছেন অপু। এবারের জন্মদিনটা তাই উৎসব আয়োজন করেই পালন করতে চেয়েছিলেন ঢাকাই ছবির এই নায়িকা।

অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

আজ ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। এক দিন আগেই ‘টিম অপু বিশ্বাস’ নামে অপু বিশ্বাসের ফ্যান ক্লাব জন্মদিনের উৎসব আয়োজন করে। রোববার রাত আটটায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ভক্তদের ওই আয়োজনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। প্রিয় তারকাকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরা, তাঁর সঙ্গে নানান ভঙ্গিতে ছবি তোলেন। ভক্তদের সঙ্গে নিয়ে জন্মদিনের প্রথম কেক কাটেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, ভক্তদের কারণে আজ তিনি অপু বিশ্বাস হয়ে উঠেছেন। সে জন্য জন্মদিনের মতো সুন্দর ও আনন্দের দিনটির প্রথম প্রহর তাঁদের সঙ্গেই ভাগাভাগি করলেন।

তারপর জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান ও পরিবারের লোকজনকে নিয়ে কেক কাটেন অপু বিশ্বাস। ভিডিও কলে ভারত থেকে তাঁর বোন অংশ নেন।

অপু বিশ্বাস। ছবি: কবির হোসেন

অপু বিশ্বাস জানালেন, এবারের জন্মদিনটি বেশ আনন্দ করেই পালন করছেন তিনি। বলেন, ‘এবার জন্মদিনে বেশ সারপ্রাইজড হয়েছি। সকালে উঠে জিমে গিয়ে দেখি, আমার জন্য বিরাট আয়োজন। সারা দিন যেখানেই যাচ্ছি, সারপ্রাইজড হচ্ছি। আমাকে না জানিয়ে বন্ধুবান্ধব, প্রিয়জনেরা এত এত আয়োজন করে আমাকে আপ্লুত করে দিচ্ছেন। মনে হচ্ছে যেন বিশেষ “দিনটি” আমার কাছ থেকে প্রিয়জনেরা কেড়ে নিয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

ছেলে আব্রামের সঙ্গে অপু বিশ্বাস

দিনটি সবাইকে দিলেও সন্ধ্যার পর কিছু সময় নিজের জন্য রেখেছেন। জানালেন, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকার অদূরে ডুব দেবেন। প্রিয় একটি জায়গায় ঘুরতে যাবেন। জায়গাটি সবুজের কাছাকাছি। সময় পেলেই তিনি সেখানে যান। বলেন, ‘জায়গাটি আমার ও ছেলের খুব পছন্দ। সময় পেলেই আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি জায়গাটির উদ্দেশে। সেখানে দু–তিন ঘণ্টা করে সময় কাটাই। খেলি, ছবি তুলি। আজও ঘণ্টা দুয়েক সময় কাটাব আমরা।’

অপু বিশ্বাস। ছবি:ফেসবুক পেজ থেকে নেওয়া

এদিকে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে নতুন ছবির শুটিং করছেন অপু বিশ্বাস। কাজও প্রায় ৫০ শতাংশ শেষ। সম্প্রতি ১০ দিনের শিডিউল দিয়ে শুটিং করতে গিয়েছিলেন পাবনার পাকশীর লোকেশনে। তিন দিন কাজ করার পর পুরো ইউনিট ঢাকাতে ফিরে এসেছেন।

মা প্রয়াত শেফালী বিশ্বাসের সঙ্গে অপু বিশ্বাস
ফেসবুক থেকে