বুবলী কোথায় ছিলেন

বুবলী।  ছবি: প্রথম আলো
বুবলী। ছবি: প্রথম আলো

অনেক দিন নায়িকা বুবলীর কোনো খোঁজ নেই। কোথায় ছিলেন তিনি? কীভাবে সময় কাটিয়েছেন? কেনই বা এভাবে চুপিসারে থাকতে হলো তাঁকে? এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই ঢালিউড নায়িকা।

উধাও নয়। নিজেকে ‘প্রচারবিমুখ’ মনে করেন তিনি। বললেন, ‘যদিও আমাদের পেশায় প্রচার ব্যাপারটাই মুখ্য। কিন্তু ব্যক্তি হিসেবে আমি বরাবরই চুপচাপ। নিজের মতো থাকতে পছন্দ করি।’ এই চুপচাপ সময়জুড়ে সিনেমা নিয়ে ভেবেছেন বুবলী। কী করা যায়, কেমন ছবি করা যায়, আর কীভাবে নিজেকে তৈরি করা যায়।

বুবলী বললেন, ‘এর মধ্যে প্রচুর ছবি দেখেছি। পরিবারকে সময় দিয়েছি। আম্মু একটু অসুস্থ ছিল, চিকিৎসার জন্য তাকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। নতুন কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সংখ্যার চেয়ে সিনেমার মান আমার কাছে গুরুত্বপূর্ণ। মানহীন অনেক সিনেমা করে এটা প্রমাণ করতে চাই না যে আমি অনেক কাজ করছি।’

বেশি দিন নয়, মাত্র দুই মাসের মতো উধাও ছিলেন বুবলী। এর মধ্যে শিল্পী সমিতির নির্বাচনে চুপিসারে ভোট দিতে গিয়েছিলেন। উপভোগ করেছেন দেশি–বিদেশি সিনেমা। তিনি বলেন, ‘আমি সব ধরনের ছবি দেখি। ভালো, কম ভালো সব ছবি দেখি। কারণ, যেকোনো ছবি দেখেই কিছু না কিছু শেখা যায়।’ কী কী ছবি দেখেছেন, জানতে চাইলে বুবলী বলেন, ‘দ্য সাউন্ড অব মিউজিক, লাইফ ইজ বিউটিফুল, বাবার নাম গান্ধীজী, বিসর্জন, কিশোর কুমার জুনিয়র, বিজয়া, দেয়া নেয়া, ট্র্যাপড্, স্নিফ, বেলা শেষে, শাহজাহান রিজেন্সি, দাঙ্গাল, মহানায়িকা, ইউ আর মাই হোমসহ অনেক মুভি দেখেছি।’ এমন কয়েকটি ছবির কথাও বুবলী বলেছেন, যেগুলো বারবার দেখতেও ভালো লাগে তাঁর। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো দেখি প্রায়ই। যতবার দেখি ততবারই ভালো লাগে।’