‘বুবলী দশ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন’

বুবলীছবি: প্রথম আলো

নিয়মিত নিজের ফেসবুক পেজে সরব। তবে ফেসবুকে থাকলেও প্রায় ১০ মাস প্রকাশ্যে নেই ঢাকাই ছবির নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কেউ বলেন দেশের বাইরে, আবার কেউ বলেন দেশেই আছেন তিনি। তাঁকে ঘিরে গেল বছর গুঞ্জন, আলোচনা আর সমালোচনা কম হয়নি। তবে নতুন বছরে এসে অনেকেই আভাস দিয়েছেন, দেশেই আছেন এই অভিনেত্রী।

বছরের প্রথম দিনে তাঁর ফেসবুক পেজে নতুন লুক নিয়ে হাজির হয়েছেন বুবলী
ছবি: ফেসবুক থেকে

এদিকে হঠাৎ করেই বছরের প্রথম দিনে তাঁর ফেসবুক পেজে নতুন লুক নিয়ে হাজির হয়েছেন বুবলী। সেশন করা একটি ছবি দিয়ে ভক্তদের উদ্দেশে দুই লাইনের স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রথম লাইনে লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন চেহারা দিয়ে নতুন বছর শুরু হয়েছে।’

আগের বুবলীর সঙ্গে এখনকার বুবলীর অনেকটাই অমিল
ছবি: প্রথম আলো

১০ মাস আগে আড়ালে যাওয়ার সময় বুবলীকে যাঁরা দেখেছেন, নতুন লুকের এই বুবলীকে এখন চিনতে কষ্টই হবে তাঁদের। আগের বুবলীর সঙ্গে এখনকার বুবলীর অনেকটাই অমিল। ছবি দেখে বোঝা যাচ্ছে, ওজন কমেছে। আরও ফিট হয়েছেন তিনি।

বুবলীর নতুন লুকের এই ছবি তুলেছেন রফিকুল ইসলাম রাফ। তিনি ফ্যাশন ফটোগ্রাফার। জানা গেছে, গত ২০ ডিসেম্বর বেইলি রোডে তাঁর স্টুডিওতে গিয়ে ছবি তুলেছেন বুবলী। এতে করে এই নায়িকার দেশে অবস্থানের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।

ঢাকাই ছবির নায়িকা শবনম ইয়াসমিন বুবলী

তবে দেশে থাকার বিষয়টি আরও নিশ্চিত হওয়া গেছে ফটোগ্রাফার রাফের কথায়, ‘ডিসেম্বরের ২০ তারিখে বুবলী আমার স্টুডিওতে এসেছিলেন। এসে বললেন, “আমাকে নিয়ে চারদিকে গুঞ্জন চলছে, কথা হচ্ছে। অবশ্য এসব নিয়ে মাথা ঘামাই না আমি। শিগগির নতুনভাবে কাজে নামব। ওজন কমিয়েছি, শারীরিক গঠনও ঠিকঠাক করেছি। এখন নতুনভাবে কাজ আসতে চাই। কাজ দিয়ে প্রমাণ করতে চাই। এ জন্য নতুন লুকের ছবি তোলা লাগবে।’

শবনম ইয়াসমিন বুবলী
ছবি: ফেসবুক থেকে

এই ফটোগ্রাফার জানান, বুবলী দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছেন। তিনটি লুকে তাঁর ছবি তোলা হয়েছে। তারই একটি লুক প্রকাশ করেছেন এই তারকা।

শিগগির কাজে ফিরবেন বুবলী। এরই মধ্যে সৈকত নাসিরের ‘ক্যাশ’ নামে নতুন একটি ছবিতে কাজের কথা হলেও শেষ পর্যন্ত চুক্তি হয়নি। তার পরিবর্তে অন্য আরেক নায়িকা নেওয়া হয়েছে ওই ছবিতে।

শিগগির কাজে ফিরবেন বুবলী

বিষয়টি স্বীকার করে পরিচালক সৈকত নাসির জানালেন, নিরবের বিপরীতে ছবিটিতে বুবলীর কাজের কথাবার্তা হয়েছিল। কিন্তু পারিশ্রমিক ব্যাটে-বলে মেলেনি। প্রথম আলোকে এই নির্মাতা বললেন, ‘বুবলীর সঙ্গে বেশ কিছুদিন ধরে নিয়মিত কথা হচ্ছে আমার। “ক্যাশ” ছবিতে কাজের কথাবার্তা হয়েছিল। আমার ইচ্ছা ছিল “ক্যাসিনো” ছবির পর ব্যাক টু ব্যাক এই জুটির আরেকটি ছবি করব। কিন্তু হলো না। বুবলী ১০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। বাজেটের কারণে তাঁকে নেওয়া সম্ভব হয়নি। তবে সে আমার সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। আমার পরের ছবিতে তিনি থাকতে চান।’
এ ব্যাপারে বুবলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয় বেশ কয়েকবার। রিং হলেও ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি বুবলী।