বুসানে ‘পায়ের তলায় মাটি নাই’

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রের একটি দৃশ্য

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হলো আরেকটি বাংলাদেশি ছবি। তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে আগামী ৭, ৮ ও ১৩ অক্টোবর। উৎসবের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের তিনটি ছবি প্রদর্শিত হচ্ছে। অন্য ছবি দুটি হলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়াম নূর’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটির প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহপ্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশনসের তাহরিমা খান।

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ। ছবিটির প্রযোজক নির্মাতা আবু শাহেদ ইমন প্রথম আলোকে বলেন, ‘তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র বড় একটি উৎসবে যাচ্ছে, নিঃসন্দেহে আমাদের জন্য এটি অত্যন্ত আনন্দের সংবাদ।’ তিনি জানান, এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের এক সাধারণ মানুষ, যাঁকে তাঁর দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়।

নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটির ফার্স্ট লুক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় এবং বুসান সিটি ও কোরিয়ান ফিল্ম কাউন্সিল আয়োজিত উৎসবটি ইতিমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনপঞ্জিতে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে। কোভিডের কারণে গত বছর উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হলেও এ বছর হলেই অনুষ্ঠিত হবে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর শুরু হচ্ছে ৬ অক্টোবর। চলবে ১৫ তারিখ পর্যন্ত।