‘বয়স লুকিয়ে কী লাভ’

অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

‘অনেক নায়িকা বয়স লুকায়, আসলে বয়স লুকানোর তো কিছুই নাই। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ পরিণত হয়। জ্ঞানের পরিধি বাড়ে। বোধও বাড়ে। অভিজ্ঞতা বাড়ে। তাই এটা জীবনের অন্যতম সৌন্দর্য’—বললেন অরুণা বিশ্বাস।
আজ বাংলাদেশি সিনেমার একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকার জন্মদিন। কততম জন্মদিন জানতে চাইলে তিনি জানান, তাঁর বয়স এরই মধ্যে ৫০ পার হয়েছে। অরুণা বিশ্বাস বলেন, ‘বয়স লুকিয়ে কী লাভ বলুন! শুধু বয়স, আজকাল তো দেখি, অনেকে নিজেদের পারিবারিক পরিচয়ও লুকান। মা–বাবার পেশাও লুকান। টাকা, বাড়ি, গাড়ি হয়ে গেলে অনেকে বংশপরিচয় সামনে আনতে চান না। দেশে ও দেশের বাইরে নিয়মিত থাকার কারণে এটাও দেখেছি, অনেকে ভালো বাংলা জানেন, কিন্তু ইংরেজিতে খুব একটা দক্ষ নন। তারপরও নিজেকে জাহির করতে ভুলভাল ইংরেজি বলেন। আরে ভাই, বাংলা বলতে এত দ্বিধার কী আছে? এটা শুধু বিনোদন অঙ্গনে নয়, অন্য সব পেশার ক্ষেত্রেও দেখে থাকি। তাঁদের বুঝতে হবে, আমি যা জানি, যা পারি, যা আমি, সেটাই আমার অহংকার, সেটাই আমার অলংকার।’

ছেলে শুদ্ধর সঙ্গে অরুণা বিশ্বাস
ছবি: সংগৃহীত

কথায় কথায় অরুণা বিশ্বাস বলেন, ‘এই ৫০ বছর বয়সেও আমি প্রাণখুলে হাসতে পারি, গাইতে পারি, নাচতে পারি—এটাই বড় ব্যাপার। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, এই বয়সে অনেকে অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত হলেও আমি এখনো হইনি। এই বয়সেও যে সুস্থ আছি এটাই স্বস্তির, পরম আনন্দের।’
জন্মদিন ঢাকার বাসায় একা কাটছে বলে জানান অরুণা বিশ্বাস। তিনি বলেন, ‘কানাডা থেকে মায়ের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে আমার ভাই মাকে আসতে দেননি।’ জন্মদিনটা কীভাবে শুরু করলেন জানতে চাইলে বলেন, ‘কেক–টেক কাটিনি। করোনা পরিস্থিতিতে মনটাও এমনিতে ভালো না। অনেকে ফেসবুকে নানা কিছু লিখছেন, নানান সময়ের ছবি পোস্ট করছেন—এসব পড়ছি আর স্মৃতিকাতর হচ্ছি। খুব ভালো লাগছে।’

অরুণা বিশ্বাসের সেলফিতে মা জ্যোৎস্না বিশ্বাস
ছবি: ফেসবুক

অরুণা বিশ্বাসের একমাত্র ছেলে শুদ্ধ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিজনেস অব সায়েন্স বিষয়ে পড়ছেন। পাশাপাশি গানও করেন। কানাডার টরন্টোর ড্যানফোর্থ অ্যাভিনিউতে অরুণা বিশ্বাসের পরিবারের সদস্যরা বাস করছেন ২৩ বছর ধরে।
আগামী নভেম্বরে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক অরুণা বিশ্বাস। সরকারি অনুদানে তৈরি হতে যাওয়া এই ছবির নাম ‘অসম্ভব’। খুব শিগগির এই ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত হবে বলে জানান অরুণা বিশ্বাস।
সিরাজগঞ্জে মামার বাড়িতে জন্ম। বাবা যাত্রাশিল্পের নটরাজ বলে খ্যাত প্রয়াত অমলেন্দু বিশ্বাস। মা জ্যোৎস্না বিশ্বাসও যাত্রাশিল্পের নিবেদিতপ্রাণ অভিনয়শিল্পী। ১৯৮৩ সালে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমস থেকে এসএসসি পাস করেন অরুণা বিশ্বাস। এরপর ঢাকার বদরুন্নেসা কলেজ থেকে এইচএসসি ও ইডেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরে কানাডার অক্সফোর্ড কলেজ থেকে ফার্মাসিউটিক্যালস টেকনোলজির ওপর ডিপ্লোমা করেন তিনি।

অরুণা বিশ্বাস

১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ অরুণা বিশ্বাসের। আগের বছর বিটিভির নিজস্ব নাটক ‘এখানে জীবন’–এ অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেন তিনি। অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।