ভূতে বিশ্বাস করেন না তবু ইমনের ভূতের ভয়

শুটিংয়ের একটি মুহুর্তে ইমন ও সূচনা আজাদ
ছবি: সংগৃহীত

গল্পের জন্য দরকার ছিল ছমছমে পরিবেশ। মৌলভীবাজারের এক গ্রামে পাওয়া গেল তেমন লোকেশন। শুটিং ইউনিটের সঙ্গে চিত্রনায়ক ইমন লোকেশনে গিয়ে দেখতে পান সাপ, বানর, ইঁদুর ও প্যাঁচার উপদ্রব। অনেকটা জঙ্গুলে পরিবেশ। ভূতে বিশ্বাস করেন না এই অভিনেতা। তারপরও জানালেন, ভূতের ভয়ে রাত কেটেছে।

এক দিন আগেই লোকেশনে পৌঁছায় শুটিং ইউনিট। আজ ১৫ জুন সকাল থেকে ‘আবার’-এর শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের জন্য দরকার ছিল পুরোনো প্রায় শতবর্ষী বাড়ি। যার দেয়ালে ভঙ্গুর দশা, শেওলা পড়া। লোকেশনটা এমন যেন দেখে মনে হয় জনশূন্য। চারপাশে বনজঙ্গল। অনেক দিন ধরেই এমন একটা লোকেশন খুঁজছে ইউনিট। ইমন বলেন, ‘বাসায় তো পরিবারের সঙ্গে থাকি। একা একা থাকার অভ্যাস কম। শুটিংয়ের জন্য লোকেশনের পাশেই থাকতে হয়েছে। আমি ভূতে বিশ্বাস করি না। কিন্তু গত রাতে মনে হয়েছে ভূতের সঙ্গে ছিলাম। অন্ধকার রুমের জানালাটা একটু ভাঙা ছিল। সেখানে আবার পলিথিন জড়ানো। একটু বাতাস বা শব্দ হলেই চমকে উঠেছি। পরিবেশটা ছিল একদম ভুতুড়ে।’

লোকেশনের একটি শতবর্ষী গাছ
ছবি: সংগৃহীত

দুই বছর আগেই একাধিক ওয়েভ ফিল্ম ও ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন ইমন, ‘তখন ওয়েভ ফিল্ম মানেই ভাবতাম অন্য জিনিস, যা অনলাইনের দর্শক টানতে নির্মাণ করা হয়। কিছুটা খোলামেলা থাকে। পরিবার নিয়ে দেখা যায় না। কিন্তু এখন তেমন ভাবার সুযোগ নেই। করোনার শুরু থেকে চিত্রটা পাল্টে যাচ্ছে। হলিউড ও আমাদের পাশের দেশের বলিউড এখন অনলাইনের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে “আবার” দিয়ে নতুন পথে যাত্রা শুরু করলাম।’

ইমন ও সূচনা
ছবি: সংগৃহীত

দুই বছর ধরে বড় পর্দায় নেই ইমন। মুক্তির অপেক্ষায় আছে ‘আগামীকাল’, ‘সাহসী যোদ্ধা’। দীর্ঘদিন পর্দার বাইরে থাকাটাকে ক্যারিয়ারের জন্য ভালোভাবে দেখছেন না তিনি। ইমন বলেন, ‘আমি এখন আর নাটক করি না। পর্দায় আমার দীর্ঘ বিরতি হয়ে যাচ্ছে। এদিকে দর্শকদের সামনে থাকা জরুরি। তা না হলে দর্শক ভাববে ইমন হারিয়ে যাচ্ছে। একবার কেউ বলা শুরু করলে ক্যারিয়ার নিয়েই বিপাকে পড়ে যাব। অভিনেতা হিসেবে সব মাধ্যমেই কাজ করে যেতে গুরুত্ব দিচ্ছি।’

ইমন, জয়ন্ত চট্টোপাধ্যায় ও সূচনা আজাদ
ছবি: সংগৃহীত

‘আবার’ রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। তাঁর পরিচালনায় ‘আগামীকাল’ ও ‘কানামাছি’ সিনেমায় অভিনয় করেছেন ইমন ও সূচনা। প্রথম ওয়েভ ফিল্মও তাঁদের নিয়েই করছেন। এ প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘সিনেমায় কাজ করতে গিয়ে আমরা ভালো জুটি হয়ে গেছি। আমাদের কাজের রসায়নটা ভালো। তা ছাড়া আমি যে ধরনের অভিনয়শিল্পী খুঁজছিলাম, তেমনটি দুজনের মধ্যে পেয়েছি।’ মানিকগঞ্জের প্রথম লটের শুটিং শেষ হয়েছে। ওয়েভ ফিল্মে আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, সাঈদ বাবু, যুবরাজ প্রমুখ।