মন খারাপের ঈদ কেটেছে অপু ও আব্রামের

জয় ও মা অপু বিশ্বাস
ইনস্টাগ্রাম

মাকে হারানোর পর প্রথম ঈদটা বেশ বিমর্ষ কেটেছে অভিনেত্রী অপু বিশ্বাসের। তাঁর ও শাকিব খানের ছেলে আব্রাম খান জয় এখনো প্রয়াত নানিকে খোঁজে। প্রতি ঈদে জয়ের নানি শেফালী বিশ্বাস ব্যস্ত থাকতেন নাতি এবং মেয়ে অপু বিশ্বাসকে নিয়ে। গত বছরের সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ঈদ মানেই সবার আগে নাতির কথাই ভাবতেন শেফালী বিশ্বাস। নাতি ঈদে কী পরবে, কী খাবে, সেসব নিয়ে অপুদের বাড়িতে গত ঈদেও ছিল ভিন্ন রকম ব্যস্ততা। উৎসবের সেই আমেজ আর সেই বাড়িতে নেই। মায়ের অনুপস্থিতির কষ্ট বুকে নিয়ে ঈদের দিনগুলো কাটিয়েছেন অপু। মাকে এখনো প্রতি মুহূর্তেই অনুভব করেন তিনি। আর চার বছরের আব্রামের প্রিয় বন্ধু ছিলেন তার নানি। ছোট আব্রাম বাসায় তার নানির রুমে গিয়ে তাঁকে খোঁজে। অপু বলেন, ‘মাকে হারানোর পর থেকে আমাদের দিনগুলো ছিল কষ্টের। এবারও ঈদে আব্রাম তার নানিকে খুঁজে না পেয়ে আমাকে জিজ্ঞেস করছে, “মা গ্র্যান্ড মা কই?” তখন ছেলের কথায় খুব কষ্ট লাগে। আমার মা–ই চেয়েছিল সে পৃথিবীতে আসুক। তারপর থেকে একটু একটু করে জয়ের বেড়ে ওঠা, খাওয়া শেখা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সব মায়ের হাত ধরে। প্রিয় সেই মানুষকে ছাড়া ঈদ কাটানো কষ্টের।’

মায়ের সঙ্গে অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

মা–ছেলের ঈদ কেটেছে ঘরের ভেতর। বেশির ভাগ সময় তাঁরা সতর্কতার কথা ভেবে বাড়িতেই ছিলেন। রান্না ও ব্যায়ামের পাশাপাশি টেলিভিশনের কিছু অনুষ্ঠান দেখেছেন অপু। বাসার বাইরে রাস্তায় ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটিও করেছেন। ছুটি শেষে শুরু করবেন নতুন সিনেমার কাজ। সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অপু জানান, করোনার কারণে বেশ কিছু কাজ পিছিয়ে যাচ্ছে। তবু সংক্রমণ পরিস্থিতি বুঝে শুটিং করতে চান তিনি। অপু মনে করেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই ঘর থেকে খুব একটা বের হননি তিনি। অপু বলেন, ‘সরকার নানাভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে। এটাই হবে সরকারকে সহযোগিতা করা। কারণ, সরকার কিন্তু মানুষের মঙ্গলের জন্যই বারবার লকডাউন দিচ্ছে।’

নানি শেফালী বিশ্বাসের সঙ্গে জয়
ছবি: সংগৃহীত

অপু বিশ্বাসের কয়েকটি ছবির মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’, ‘আশীর্বাদ’। এবারও নতুন সিনেমা ছাড়াই ঈদ কাটছে তাঁর। সিনেমা হলে কোনো ছবি মুক্তি না পেলেও টেলিভিশনে অপুর ১০টির বেশি সিনেমা প্রচারিত হওয়ার কথা রয়েছে। সেই দিক থেকে ঈদে সর্বাধিক প্রচারিত সিনেমার নায়িকা তিনি। সেসব সিনেমা দেখে কিছুটা সময় কাটানোর চেষ্টা করেছেন এই ঢালিউড তারকা। নিজের সিনেমা দেখতে কেমন লাগে? অপু বলেন, ‘আগের সিনেমাগুলো দেখলে ভালো লাগে। কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রির কথা ভেবে খারাপও লাগে। আমাদের সুন্দর একটা কাজের মৌসুম ছিল। সেই কাজগুলো এখন কমে গেছে। টেলিভিশনে প্রচারিত সিনেমাগুলো দেখলে আগের সেই সময়ের কথা মনে পড়ে যায়। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে তখনকার মতো ভালো লাগা আর নেই। আগের মতো কাজ হলে ইন্ডাস্ট্রি হয়তো ঘুরে দাঁড়াত।’

অপু বিশ্বাস
ছবি:ফেসবুক থেকে।

ঈদে স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সেসব অনুষ্ঠান ঈদের সাত দিনের আয়োজনে সময় টিভি, বাংলা টিভি, চ্যানেল টোয়েন্টি ফোর, এশিয়ানসহ বেশ কিছু টেলিভিশনে দেখানো হচ্ছে।

অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। ছবি: সংগৃহীত