‘মন্ত্রী’ হলেন সেলিম

মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা হিসেবেই বেশি পরিচিত শহীদুজ্জামান সেলিম। তবে অভিনয়গুণে চলচ্চিত্রেও নিজেকে চিনিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রযোজক-পরিচালকেরাও যখনই চ্যালেঞ্জিং চরিত্রের অভিনয়শিল্পী খোঁজেন, তখনই শহীদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। আবার টেলিভিশন নাটকের পরিচালকেরা, যাঁরাই চলচ্চিত্র বানাচ্ছেন, তাঁরাও এই অভিনয়শিল্পীকে তাঁদের চলচ্চিত্রে যুক্ত রাখতে চান। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি চলচ্চিত্রে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে। ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের এই ছবি বানাচ্ছেন তপু খান।

শহীদুজ্জামান সেলিম

‘লিডার: আমিই বাংলাদেশ’–এ শহীদুজ্জামান সেলিম একজন মন্ত্রী। এফডিসিতে এক দিন শুটিংও করেছেন। বাকি আছে দুই দিনের শুটিং। এই অভিনয়শিল্পী বললেন, ‘দেশের সমসাময়িক সমস্যার একটা চিত্র আঁকার চেষ্টা করেছেন পরিচালক। এই সিনেমার পরিচালক তপু খান বেশ কয়েক বছর টেলিভিশনে নাটক বানিয়ে হাত পাকিয়েছেন। সাধারণত টেলিভিশন নাটকের তরুণ পরিচালকদের মধ্যে যাঁরা চলচ্চিত্র বানাতে আসেন, তাঁদের চাওয়া থাকে আমরা যেন থাকি।’

‘লিডার: আমিই বাংলাদেশ’–এ তাঁর সহ–অভিনেতা শাকিব খান। গত বছরও শাকিব খান আর শহীদুজ্জামান সেলিম ‘নবাব এলএলবি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কয়েক দিন আগে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় দর্শকেরা ছবিটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তবে শহীদুজ্জামান সেলিম বললেন, ‘ছবি ভালো হলে যখনই মুক্তি পাবে, দর্শক দেখবেন। এই ছবি ওটিটিতে রিলিজ দিয়েছে, সেখানেও সাড়া ফেলেছে। এই করোনার মধ্যে সিনেমা হলে মুক্তির পর ছবিটি দেখার জন্য দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো।’

নতুন সিনেমায় শুটিং বিষয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘টিমটা তারুণ্যনির্ভর। গতি আছে, স্বপ্ন আছে—আমার বিশ্বাস, সুন্দর কিছু একটা দর্শকেরা পাবেন।’ এদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান বললেন, ‘আমাদের এই সিনেমার গল্প চূড়ান্ত হওয়ার পর থেকেই এই চরিত্রের জন্য একটা নামই মাথায় ঘুরছিল—তিনি শহীদুজ্জামান সেলিম ভাই।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভি সূত্রে জানা গেছে, এই সিনেমার বেশির ভাগ শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আর ১০ দিনের শুটিং হলেই পুরো সিনেমার কাজ শেষ হবে।