‘মানবপ্রেম যেন না মরে যায়’

ঈদুল আজহা উদ্‌যাপন চলছে। তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

জয়া আহসান
ফেসবুক

জয়া আহসান, অভিনয়শিল্পী
এই ঈদ আমাদের ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বলতে বারবার ফিরে আসে। করোনা মহামারিতে যখন বহু মানুষ আরও দারিদ্র্যের অতলে তলিয়ে যাচ্ছে, যখন জীবিকা হারিয়ে অসহায়ভাবে মাথা কুটছে পথে, বাবা খাবার তুলে দিতে পারছে না অভুক্ত সন্তানের মুখে, যখন কারও না কারও পরিবারের সদস্য চলে যাচ্ছে সব শূন্য করে দিয়ে—এই ত্যাগের অর্থ যেন তখন আরও গভীর। এই ত্যাগের উপলব্ধি মানুষ হিসেবে আমাদের পূর্ণতর করুক।

আসিফ আকবর

আসিফ আকবর, সংগীতশিল্পী
পবিত্র ঈদুল আজহার কোরবানির ত্যাগে মহিমান্বিত হোক বিশ্ব। মানুষ বাঁচলে পৃথিবীর মূল্য থাকবে। মানুষের মধ্য থেকে ভালোবাসা বিদায় নিলে সর্বনাশের হিসাব চলতেই থাকবে। আমার কথায় কোনো কিছুই যায়–আসে না জানি। তবু মানবপ্রেম যেন না মরে যায় দুনিয়া থেকে, সেটাই মহান আল্লাহর কাছে আজকের দিনের চাওয়া।

নিরব, অভিনয়শিল্পী
সবাইকে ঈদের শুভেচ্ছা।

মেহ্‌জাবীন চৌধুরী, অভিনয়শিল্পী
সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে ঈদ পালন করুন। লকডাউনের কারণে অল্প কাজ করতে পেরেছি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো না লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক

সালমা, সংগীতশিল্পী
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঈদ মোবারক ২০২১। আমাদের কোরবানি হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এবারের ঈদে অন্যদের প্রতি খেয়াল রেখেই উপভোগ করুন ঈদের আনন্দ।

বাপ্পী চোধুরী, অভিনয়শিল্পী
ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমাদের জীবন; ঈদ উদ্‌যাপন হোক সীমিত পরিসরে, আনন্দময়। সবাইকে ঈদের শুভেচ্ছা।

ইরফান সাজ্জাদ, অভিনয়শিল্পী
কোরবানির মাহাত্ম্য অনেক। আদিখ্যেতা না করি। ঈদের পবিত্রতা রক্ষা করি। ঈদ মোবারক।

খাইরুল বাসার, অভিনয়শিল্পী
সব শুভাকাঙ্ক্ষীর প্রতি ভালোবাসা। ঈদ উপলক্ষে কিছু হুলুস্থুল কাজ আসবে আপনাদের জন্য। ভালো-মন্দের এই চেষ্টাকে উপহার হিসেবে নেবেন। সবাই সুন্দর ও নিরাপদে থাকুন, এই কামনা করি।