মিতুর সৌভাগ্য, মিতুর দুর্ভাগ্য

জাহারা মিতু

জাহারা মিতুর মতো সৌভাগ্য খুব কম নবীন নায়িকার জীবনেই ঘটেছে, প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন এপার বাংলার শাকিব খানকে, আর দ্বিতীয় ছবিতে তাঁর নায়ক ছিলেন ওপার বাংলার দেব।

জাহারা মিতুর মতো দুর্ভাগ্যও কম নবীন নায়িকার জীবনে ঘটেছে, এ পর্যন্ত তিনটি ছবি করেছেন, একটাও মুক্তি পায়নি—মাঝপথে আটকে গেছে কাজ।

জাহারা মিতু

প্রথম ছবি ‘আগুন’। অভিষেকেই তাঁর নায়ক শাকিব খান। কিন্তু অচিরেই বিষাদে পরিণত হয় তাঁর এই আনন্দ। ছবির প্রযোজক ক্যাসিনো–কাণ্ডে গ্রেপ্তার হলে মাঝপথে বন্ধ হয়ে যায় ছবির কাজ। প্রায় ২০ ভাগ শুটিং বাকি, তিন বছর ধরে আটকে আছে কাজ। মিতু জানালেন, এই ছবির কাজ কবে শেষ হবে, এর কোনো নিশ্চয়তা নেই। ছবিটির নতুন কোনো খবরও তাঁর কাছে নেই।

দ্বিতীয় ছবি ‘কমান্ডো’তে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে ছবিতে কাজের সুযোগ পান এই নবাগত। সপ্তাহখানেক শুটিংয়ের পর করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে আছে এই ছবির শুটিং।

জাহারা মিতু

জাহারা মিতু২০ জুন থেকে থাইল্যান্ডে বাকি শুটিং করার কথা ছিল। কিন্তু থাইল্যান্ডের ভিসা এখনো বন্ধ। খুললেই শুটিং শুরু হবে।
২৬ জুন থেকে বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘যন্ত্রণা’ নামে তাঁর তৃতীয় ছবির কাজ শুরুর কথা ছিল। এবার শুরুর আগেই আটকে গেছে শুটিং। জাহারা জানালেন, ‘যন্ত্রণা নিয়ে কোনো ঝামেলা নেই। আমরা প্রস্তুত আছি। যে দিন লকডাউন উঠবে, পরের দিনই শুটিংয়ে রওনা হব।’

জাহারা মিতু

পরপর তিন ছবির একই হাল। মিতু জানান, মিডিয়া বা ব্যক্তিজীবনে এমনটা তাঁর কখনো হয়নি। কে জানে এই নতুন মাধ্যমে হয়তো তাঁর ভাগ্যের পরীক্ষা চলছে। বলেন, ‘হতে পারে আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। সেই প্রত্যাশা নিয়েই ধৈর্য ধরে বসে আছি।’

জাহারা মিতু

কিন্তু বারবার এ ধরনের পরিস্থিতির মুখে পড়ছেন, খারাপ লাগে না? ‘প্রতিটি শিল্পীরই প্রথম সিনেমা নিয়ে স্বপ্ন থাকে। প্রথম ছবি নিয়ে বাড়তি উচ্ছ্বাস, উন্মাদনা থাকে। বড় পর্দায় নিজেকে দেখার জন্য অস্থির থাকেন শিল্পীরা। আমারও তাই হয়েছিল। ‘আগুন’ ছবিটি আটকে যাওয়ার পর শুরুর দিকে প্রচণ্ড মন খারাপ হয়েছে। এখন আর ভাবি না।’

জাহারা মিতু মনে করেন, ছবির কাজ শেষ হোক বা না হোক, পরপর এই তিনটি ছবির কাজে যুক্ত হওয়াটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।

জাহারা মিতু

মিতু বলেন, ‘উপস্থাপনা থেকে সিনেমায় এসেছি। সিনেমায় এসে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান, বড় বড় সহশিল্পী পেয়েছি। শুরুতেই কয়জন শিল্পী এমন সুযোগ পান? এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সার্বিকভাবে চিন্তা করলে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’