মুম্বাইয়ে ঢাকার শিল্পীরা, শুরু হলো জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’

ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র বঙ্গবন্ধুর শুটিংসংগৃহীত

বাংলাদেশের অভিনয়শিল্পীদের বেশ কয়েকজন এখন ভারতে। আরও অনেকেই রয়েছেন সেখানে যাওয়ার অপেক্ষায়। ক্যাপ্টেনের ডাকে যেকোনো সময় বিমানে চড়বেন তাঁরা। মুম্বাইয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ
ইনস্টাগ্রাম

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ আর কিশোর বয়সের চরিত্রে দিব্য জ্যোতি। ছেলে জ্যোতি এ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন বলে ভীষণ উচ্ছ্বসিত অভিনয়শিল্পী দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। অভিনয়শিল্পীদের মধ্যে তিনিই প্রথম পরিচালকের ডাকে গিয়ে যোগ দিয়েছেন শুটিং ইউনিটে। এরপর যথাক্রমে সেখানে পৌঁছেছেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশাসহ গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পীরা। দিব্য বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে যখন সিনেমা বানানো হচ্ছে এবং সেই সিনেমায় আমি বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু থাকতে পারে বলে মনে হয় না।’

শুরু হয়ে গেছে শুটিং
সংগৃহীত

শুরু থেকেই ‘বঙ্গবন্ধু’ ছবির প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে শোনা যাচ্ছিল আরিফিন শুভর নাম। এরই মধ্যে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ছবির মহরতে যোগ দিয়েছেন তিনি। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের অনেকে। শুরু থেকেই বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের ব্যাপারে রোমাঞ্চিত ছিলেন শুভ। অবশেষে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভীষণ খুশি তিনি। মুম্বাই থেকে তিনি বলেন, ‘২০২০ সালের ফেব্রুয়ারিতে আমি চিত্রনাট্য হাতে পাই। এরপর লম্বা সময় কেটে গেছে। কোভিড-১৯ অনেক কিছু এলোমেলো করে দিয়েছে। অবশেষে এ বছরের জানুয়ারিতে আমার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমরা শুটিং শুরু করেছি। সুন্দরভাবে কাজটা শেষ করতে চাই।’

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান ও বাবার চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ। দিলারা জামান জানালেন, তিন দফায় তাঁকে মুম্বাই যেতে হবে। প্রথমবার ২৭ জানুয়ারি গিয়ে কয়েক দিন শুটিং করে ঢাকায় ফিরবেন তিনি। ফেব্রুয়ারিতে আরও দুই দফা যেতে হবে তাঁকে। জ্যেষ্ঠ এই অভিনয়শিল্পী বলেন, ‘শ্যাম বেনেগালের সঙ্গে প্রথম দেখায় তিনি আমাকে বলেছিলেন, আপনি কিন্তু আমাদের সঙ্গে থাকছেন। এই কথা শোনার পর আমার এটাই মনে হয়েছে, এই সিনেমায় কাজ করা মানেই ইতিহাসের অংশ হওয়া। এই সুযোগ পেয়ে আমি খুবই সম্মানিত, আনন্দিত।’

শুরু হয়ে গেছে শুটিং
সংগৃহীত

শেখ মুজিবের বাবা শেখ লুৎফর রহমানের শেষ বয়সের চরিত্রে অভিনয় করবেন খায়রুল আলম সবুজ। তবে ৪০-এর পরের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনিও গর্বিত। চঞ্চল বলেন, ‘ইতিহাসের অংশ হলাম। একজন অভিনয়শিল্পীর জীবনে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কী হতে পারে!’

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান
সংগৃহীত

‘বঙ্গবন্ধু’ সিনেমার মহরত অনুষ্ঠানে অন্য অনেকের সঙ্গে দেখা যায় সংগীত পরিচালক শান্তনু মৈত্রকে। তিনিই ছবিটির সংগীত পরিচালনা করবেন। আজ সোমবার বিকেলে শান্তনু মৈত্র প্রথম আলোকে জানান, বঙ্গবন্ধুর জীবনীচিত্রের সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন তিনি। এই চলচ্চিত্রে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন ভারতীয় এই সংগীত পরিচালক।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং সম্মানিত এই ভেবে যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ছবিটির সংগীতের সব কাজের ব্যাপারে শ্যাম বেনেগাল আমার ওপর আস্থা রেখেছেন। এখন আমার একটাই চাওয়া, আমার প্রতি দেখানো আস্থা ও বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি।’

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বঙ্গবন্ধু’ ছবিটির। কিন্তু কোভিড–১৯-এর কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। প্রথম আলোকে গত শনিবার তিনি বলেন, ‘আজ শুটিংয়ের তৃতীয় দিন। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এই ছবির শুটিং চলছে। বিশাল সেট নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধুর জন্মভিটা, অর্থাৎ টুঙ্গিপাড়ার বাসার আদলে সেট বানানো হয়েছে।’

শ্যাম বেনেগাল
সংগৃহীত

শুটিংয়ের অগ্রগতি প্রসঙ্গে বেনেগাল বলেন, ‘মার্চের মাঝামাঝি পর্যন্ত মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শিডিউল করা হয়েছে। ঢাকা থেকে অভিনয়শিল্পীরা চলে এসেছেন। ভালোভাবেই শুটিং চলছে।’ এর আগে শ্যাম বেনেগাল বলেছিলেন, ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের অধিকাংশ শুটিং বাংলাদেশেই হবে।

প্রসঙ্গটি মনে করিয়ে দিতেই তিনি বলেন, ‘বাংলাদেশে অবশ্যই শুটিং হবে। মুম্বাইয়ের শিডিউল শেষ হলে বাংলাদেশে যাব। প্রথম লটের শুটিং শেষে একটু বিরতি নিয়ে বর্ষায়, অর্থাৎ জুলাইয়ে বাংলাদেশে শুটিং শুরু করার পরিকল্পনা করেছি।’

সংগীত পরিচালক শান্তনু মৈত্র ছবিটির সংগীত পরিচালনা করবেন

এত বড় ক্যানভাসের ছবিতে বলিউডের কোনো অভিনেতাকে দেখা যাবে? এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘আগেও বলেছি, অধিকাংশ অভিনেতা থাকবেন বাংলাদেশের। ওখানে দুর্দান্ত সব অভিনেতা। অডিশনের সময় তা টের পেয়েছি। কাজ করেও খুব ভালো লাগছে। আর বাংলা ভাষায় ছবি, তাই বাংলাদেশের অভিনেতা নেওয়াই সঠিক সিদ্ধান্ত। যেহেতু বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ছবি, তাই তাঁকে বাংলাদেশের অভিনেতারা বেশি অনুভব করতে পারবেন। তবে পাঠান, পাঞ্জাবি চরিত্রের জন্য ভারতীয় অভিনেতার কথা হয়তো ভাবব, যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

এরই মধ্য যে কদিন শুটিং হয়েছে, তাতে বাংলাদেশের অভিনয়শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলে জানালেন শ্যাম বেনেগাল। তিনি বলেন, ‘বাংলাদেশের অভিনেতারা উচ্চ মানের। মনপ্রাণ দিয়ে অভিনয় করছেন। আর ছবিটা যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে, তাই তাদের আবেগও কাজ করছে অনেক।’