যুগ যুগ ধরে সিনেমার শিল্পীদের ঠকানো হচ্ছে, ন্যূনতম সম্মানী পান না অনেকে

মনিরা মিঠু
ছবি: সংগৃহীত

যুগ যুগ ধরে চলচ্চিত্রের শিল্পীদের ঠকানো হচ্ছে বলে অনুযোগ করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তাঁর দাবি, চলচ্চিত্রে অভিনয় করে বেঁচে থাকার মতো ন্যূনতম সম্মানী পান না অনেক অভিনয়শিল্পী। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে গিয়ে সেই অভিজ্ঞতা হয়েছে এই অভিনয়শিল্পীর। একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও দুজন প্রবীণ অভিনয়শিল্পী।
সিনেমায় কাজের প্রস্তাব পেলেই উৎসাহী হয়ে ওঠেন মনিরা মিঠু। কিন্তু পারিশ্রমিকের অঙ্ক শুনলেই দমে যান। সম্প্রতি বেশ কিছু ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সেসব ছবির পারিশ্রমিক একটি টিভি নাটকের চেয়েও কম! মনিরা মিঠু জানান, প্রস্তাব পাওয়া সেসব ছবির বেশির ভাগের গল্প পছন্দ হয় না। তারপরও অনুরোধে কাজ করতে হয়। গল্প ভালো ও পারিশ্রমিকের অঙ্ক ভালো হলে ছবিতে অভিনয় করতে চান তিনি।

বাসন্তী টি স্টল’ নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু ও প্রসূন আজাদ

মনিরা মিঠু বলেন, ‘চুক্তির সময় প্রায়ই এফডিসিকেন্দ্রিক ছবির পরিচালকেরা বলেন আমরা এই শিল্পীকে এত টাকা দিই, সেই শিল্পীকে এত টাকা দিই। আপনাকেও সেই রকম পারিশ্রমিক দিচ্ছি। শুনে আমার বিশ্বাস হয়নি। এত গুণী শিল্পীদের পারিশ্রমিক এত কম!’  

সিনেমা ও নাটকে যাঁরা মা, বাবা, ফুপু, খালা চরিত্রে অভিনয় করেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন মিঠু। জেনেছেন, তাঁদের সম্মানী দেওয়া হয় অত্যন্ত কম। তাঁদের কথা শুনে মিঠুর মনে হয়েছে, যুগ যুগ ধরে এফডিসির এসব চরিত্রাভিনেতাকে ঠকানো হচ্ছে। শিল্পীদের প্রতি এটি অত্যন্ত অবিচার। একজন শিল্পীর কাজ করে খেয়ে–পরে বাঁচতে ন্যূনতম পারিশ্রমিক দরকার। প্রাপ্যটুকু যদি তিনি না পান, তাহলে খেয়ে–পরে বেঁচে থাকা অসম্ভব বলে মনে করেন তিনি।

মনিরা মিঠু
সংগৃহীত

রাজ্জাক, আলমগীর, কবরী, শাবানা, মান্না, সালমান শাহ, রিয়াজ, শাকিব খান, শাবনূরসহ বহু তারকার সঙ্গে ৫ শতাধিক ছবিতে অভিনয় করেছেন এক অভিনেতা। এখন দু–একটি নাটকের কাজ করলেও ছবিতে অভিনয়ের সুযোগ তিনি আর পাচ্ছেন না। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তাঁদের বেশির ভাগ শিল্পীর সঙ্গে প্রযোজক-পরিচালকের ৩০ হাজার টাকায় চুক্তি হয়। সাইনিং মানি হিসেবে দেওয়া হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। বাকি টাকা তাঁরা শুটিং শেষ হওয়ার ৬ মাস থেকে এক বছরের মধ্যে হাতে পান। বেশির ভাগ সময় টাকাটা বকেয়া থাকে।

তিনি বলেন, ‘কম পারিশ্রমিক দিয়ে তাঁরা আমাদের প্রতি অবিচার করেন। আগে যাঁরা মা-বাবা বা অন্য বড় চরিত্রে অভিনয় করতেন, তাঁদের বেশির ভাগই এই রকম পারিশ্রমিকই পেতেন। সে জন্য পারিশ্রমিক নিয়ে কিছু বলতে পারতাম না। বললে, আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে নেবে।’

‘মা’ নাটকের দৃশ্যে মনিরা মিঠু ও রওনক হাসান
ছবি : সংগৃহীত

এসব শিল্পীর আগেই সংসার চলত নানা টানাপোড়েনের মধ্য দিয়ে। এখন কাজের জন্য তেমন কেউ ডাকছে না। অনেকের কাছেই পাওনা পারিশ্রমিক ধরনা দিয়েও পাচ্ছেন না। অনেক নির্মাতাই ফোন ধরেন না। এই অভিনয়শিল্পী এখন নিয়মিত নাটকে অভিনয়ের চেষ্টা করছেন। নাটকে সিনেমার চেয়ে অনেক বেশি টাকা পান তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠানের কৌশলটিই হচ্ছে, যাকে যতটা কম টাকা দেওয়া যায়, যেটা ‘মুখ ও মুখোশ’ থেকেই চলে আসছে, জানান চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। তিনি জানান, চলচ্চিত্র অঙ্গনে শিল্পীদের মূল্যায়ন কম হয়। ‘মুখ ও মুখোশ’ ছবির অনেক ভালো অভিনয়শিল্পী পরে এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করে জীবন ধারণ করেছেন। তিনি বলেন, ‘শিল্পীদের ঠকানো একটা প্রথা হয়ে গেছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই প্রথা ভাঙা কঠিন। অনেক অভিনয়শিল্পী সম্মানের কথা ভেবে চুপ থাকেন।

পারিশ্রমিকের কারণে অনেকেই কষ্ট করে চলেন, তবু অভিনয় করতে চান না। পর্দায় যাঁদের উজ্জ্বল করে তুলে ধরা হয়, বাস্তবে তাঁদের সে রকম মূল্যায়ন করতে হবে। এ জন্য নির্মাতাদের এগিয়ে আসতে হবে। অভিনয়শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দিলে আমাদের অভিনয়শিল্পীর অভাব হতো না।’

মনিরা মিঠু
ছবি: সংগৃহীত

‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন মনিরা মিঠু। এর আগে ‘দহন’ এবং ‘পোড়ামন’ ছবিতে অভিনয়ের জন্যও প্রশংসা পেয়েছিলেন তিনি। ‘নীল ফড়িং’, ‘পাপনামা’, ‘ঢাকা ড্রিম’, ‘আদম’সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন এই অভিনেত্রী। তাঁর ইচ্ছে, টিভি নাটকের মতো পারিশ্রমিক পেলেও নিয়মিত ছবিতে অভিনয় করবেন। আর গল্প ভালো হলে অর্ধেক পারিশ্রমিকেও আপত্তি নেই। টেলিভিশনে ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘হিট’, ‘১০০-তে এক শ’, ‘বিবাহ হবে’সহ বেশ কিছু ধারাবাহিক ও একক নাটকে দেখা যাবে এই অভিনয়শিল্পীকে।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন মনিরা মিঠু
ছবি: সংগৃহীত