যে তিন কারণে ‘অলাতচক্রে’ জয়া

এক দিন বাদে মুক্তি পেতে চলেছে হাবিবুর রহমানের প্রথম ছবি ‘অলাতচক্র’। ১৯ মার্চ দেশের ১৭টি সিনেমা হলে দেখা যাবে সরকারি অনুদানের এই ছবি। আহমদ ছফার ‘অলাতচত্র’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে বড় পর্দায় তায়েবা চরিত্রে দেখা দেবেন জয়া আহসান। কেন এই চরিত্রে জয়াকে ভাবলেন? এমন প্রশ্নের উত্তরে এই পরিচালক বলেন, এই মুহূর্তে এই চরিত্রের জন্য জয়া আহসানের ওপরে কেউ নেই। তাঁর মতো একজন গুণী অভিনেত্রী আর তারকাকে প্রথম ছবিতে পাওয়া একজন নির্মাতার জন্য বড় ব্যাপার।

‘অলাতচক্রে’ জয়া আহসান
‘অলাতচক্র’ সিনেমার ওয়েবসাইট
‘এই মুহূর্তে এই চরিত্রের জন্য জয়া আহসানের ওপরে কেউ নেই। তাঁর মতো একজন গুণী অভিনেত্রী আর তারকাকে প্রথম ছবিতে পাওয়া একজন নির্মাতার জন্য বড় ব্যাপার।’
জয়া আহসান সম্পর্কে পরিচালক হাবিবুর রহমান

পরিচালকের কারণটা তো বোঝা গেল। কিন্তু জয়া আহসান কেন হাবিবুর রহমানের মতো তরুণ নির্মাতার প্রথম ছবিতে কাজ করলেন? উত্তরটি জয়া আহসান দিলেন তিন ভাগে। বললেন, ‘প্রথমত, পরিচালক অনেক দিন ধরে পাগলের মতো লেগে ছিলেন, এই চরিত্রে আমাকে নেওয়ার জন্য। পরিচালকের প্রচেষ্টাটা সৎ আর আন্তরিক ছিল। দ্বিতীয়ত, আহমদ ছফার গল্প। তিনি অত্যন্ত গুণী, গুরুত্বপূর্ণ আর প্রথাবিরোধী একজন লেখক। চরিত্রটাও দুর্দান্ত। তৃতীয়ত, ছবিটা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বানানো। থ্রি–ডি ফরম্যাটে বানানো প্রথম ছবি। দুই দিক থেকেই ইতিহাসের অংশ হয়ে থাকার একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি।’

জয়া আহসান
ফেসবুক

শুটিংয়ে চ্যালেঞ্জের কথা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার অংশের শুটিং হয়েছে ময়মনসিংহের সংক্রামক ব্যাধি হাসপাতালে। আমার চারপাশে ৫০–৬০ জন নানা রোগে আক্রান্ত রোগী। তার ভেতরে যতটা সাবধানে পারা যায়, শুটিং করা। তাই ভয়ে ভয়ে ছিলাম। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্পও ছিল না। কেননা এই হাসপাতাল দেখতে বেশ খানিকটা কলকাতার হাসপাতালের মতো। শেষমেশ কতটা কী রাখা হয়েছে, তা জানি না। আশা করছি ভালোই হয়েছে।’

‘অলাতচক্র’ সিনেমার দৃশ্য
সংগৃহীত

দানিয়েল পেশায় লেখক, নেশায় বিপ্লবী। একাত্তরের মুক্তিযুদ্ধে ভাগ্য তাকে শরণার্থী হিসেবে নিয়ে যায় কলকাতায়। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার হতাশা, হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকা তায়েবার সঙ্গে নীবর প্রেম, তার আবদার মিটিয়ে মাছ রান্না করে নিয়ে যাওয়া, বিপ্লবী আর রাজনীতিবিদদের সঙ্গে আলাপ, চাকরির খোঁজ—এভাবেই কাটছিল সেই লেখকের যুদ্ধের ভেতর সংকটের দিনগুলো। ধারণা করা হয়, দানিয়েলের ভেতরে লেখক আহমদ ছফা নিজেকেই এঁকেছেন। অনেকে আবার বলেন, এটা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস। ‘অলাতচক্র’ আসছে বড় পর্দায়। এখানে দানিয়েলের ভূমিকায় দেখা দেবেন আহমেদ রুবেল। আর রুপালি পর্দায় তায়েবা হবেন জয়া আহসান। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহতাব হাসান, নুসরাত জাহানসহ আরও অনেকে।