যেখানেই আছ, ভালো থেকো প্রতিদিন সালমান: শাবনূর

একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর। ছবি; সংগৃহীত

১৪টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। দর্শকমনে এখনো অমর এই জুটি। সালমান শাহর মৃত্যুর মধ্য দিয়ে দর্শকপ্রিয় এই জুটি ভেঙে যায়। সালমান শাহর ৫০তম জন্মদিনে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তাঁকে স্মরণ করেছেন শাবনূর।
বার্তার শুরুতেই দেখা যায়, একটি সিনেমার দৃশ্যে আলিঙ্গনাবদ্ধ সালমান শাহ-শাবনূর। এর মাঝেই ভেসে আসে পরিচিত ভারী কণ্ঠস্বর। চেনা যায় শাবনূরের কণ্ঠ। তাঁর কথায় বোঝা যায়, এখনো কতটা মর্মাহত এই অভিনেত্রী। ভিডিওতে ঘুরেফিরে আসে তাঁদের ৮টি ছবির স্থিরচিত্র।

ভয়েস ওভারে শাবনূর বলতে থাকেন, ‘সালমান শাহ এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে একটি সোনালি সময়। অতি অল্প সময় নিজেকে বিলিয়ে দিয়ে, সেই সময়টুকু অগণিত ভক্তদের কাছে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতিবছর এই দিনে কোটি ভক্তের হৃদয়ে আলোড়িত করে, সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্রের ভিড়ে। ভালো থেকো প্রতিদিন সালমান শাহ, যেখানেই আছ, শাবনূর।’

সিনেমার দৃশ্য শাবনূর ও সালমান
সংগৃহীত

বাণিজ্যিক বা দর্শকপ্রিয় যে অর্থেই বলি, শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি ঢালিউড চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সারিতে থাকবে। তখন সবে কিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন শাবনূর। অন্য দিকে প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই রাতারাতি জনপ্রিয় তারকা বনে যান সালমান শাহ।

সিনেমার দৃশ্য শাবনূর ও সালমান
সংগৃহীত

১৯৯৪ সালে ‘তুমি আমার’ ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। সালমান শাহর এটি দ্বিতীয় ছবি। সিনেমাটি ঈদে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করে। এই ছবি যৌথভাবে পরিচালনা করেছিলেন জহিরুল হক ও তমিজ উদ্দিন। ‘তুমি আমার’ ছবির সাফল্যের পর সালমান-শাবনূর জুটিকে নিয়ে একের পর এক ছবি নির্মাণ শুরু হয়।

একটি চলচ্চিত্রের দৃশ্যে সালমান শাহ ও শাবনূর। ছবি: সংগৃহীত

সিনেমায় কাজ করতে গিয়ে সালমানের সঙ্গে শাবনূরের বন্ধুতার সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধুত্ব শুধু তাঁদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দুই তারকার পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে দারুণ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। বিভিন্ন সময় শাবনূর গণমাধ্যমে বলেছেন, ‘সালমানের বউ সামিরা আমার খুব ভালো বন্ধু। আমার মায়ের সঙ্গেও সালমানের খুব শ্রদ্ধার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। দেশের মানুষের কাছে সালমান শাহর জনপ্রিয়তা যেমন তুঙ্গে ছিল, তেমনি মানুষ হিসেবেও ছিল সে অনন্য।’