শাকিব খানের সঙ্গে ‘দিল দিল দিল’ গানে নাচতে চান ভাবনা

ক্রিস্টোফার (ক্রিস) জেমস গ্রেইসাসের স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ অফিসার হবে। কিন্তু লিউকেমিয়া সাত বছরের ক্রিসকে দাঁড় করিয়ে দেয় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তবে ক্রিসের এ স্বপ্নের কথা পৌঁছে যায় পুলিশের কাছে। তার ইচ্ছেপূরণে এগিয়ে আসে তারা। ১৯৮০ সালের ২৯ এপ্রিল এক দিনের জন্য পুলিশ অফিসারের চেয়ারে বসানো হয় ক্রিসকে। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে স্বপ্নপূরণ হয় তার। তার মৃত্যুর পর গঠিত হয় মেক আ উইশ ইন্টারন্যাশনাল। সংগঠনটি বিশ্বজুড়ে ক্রিসের মতো হাজারো শিশুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। ২০১০ সাল ছিল ক্রিসের ইচ্ছেপূরণের ৩০তম বার্ষিকী। সেই বছর থেকে পালিত হচ্ছে ইচ্ছাপূরণ দিবস। বিশ্বের ৪৮টি দেশে এই দিবসে ইচ্ছেপূরণ করা হয় ২.৫ থেকে ১৭ বছর বয়সী শিশু–কিশোরদের। আজ বিশ্ব ইচ্ছাপূরণের দিবসে জেনে নেওয়া যাক অভিনয়শিল্পী ভাবনার ইচ্ছের কথা।
ভাবনা
ইনস্টাগ্রাম

ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পী ভাবনাকে যখন ফোন করলাম, উনি তখন ঢাকার উত্তরায়, শুটিংয়ে। ঈদে একটা ওটিটি প্লাটফর্মের ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত। প্রচণ্ড গরমে অস্থির। ইচ্ছার কথা জানতে চাইলে তিনি যা বললেন, এই মুহূর্তে সবার চাওয়া সেটাই। বিশ্ব থেকে দূর হোক করোনা। তারপর বললেন, ‘আমার তো অনেক ইচ্ছা। কোনটা রেখে কোনটার কথা বলি। আসলে শিল্পীদের ইচ্ছার কোনো শেষ নেই। মানুষের এমন অনেক ইচ্ছা আছে, যা সে নিজেও জানে না। অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা। ‘‘রোমান হলিডে’’ছবিতে অড্রে হেপবার্ন যেমন প্রিন্সেস অ্যানার চরিত্রে অভিনয় করে বড় পর্দায় উজ্জ্বল হয়ে আছেন, আমারও সে রকম চরিত্র করতে ইচ্ছা। ভালো কাজ, ভালো সিনেমা দেখলেই মনে হয় আহা, এটা যদি আমি করতে পারতাম।’

ভাবনা
ইনস্টাগ্রাম

তবে এই মুহূর্তে ভাবনার ইচ্ছা করছে দৌড়ে কোথাও চলে যেতে। কোথায়? ‘লন্ডনে। লন্ডনে গিয়ে ম্যাকারনি খেতে ইচ্ছা করছে। বহু বছর পর এমন বছর এল, যখন আমি পরপর দুই বছর কোথাও যাইনি। আসলে লন্ডনও না, এখন আমার ঢাকার বাইরে গাজীপুরে ঘুরতে গেলেও শান্তি লাগবে। আমি শুধু কোথাও একটা ঘুরতে যেতে চাই।’ এরপর ভাবনা জানালেন, বাংলাদেশের নায়কদের ভেতর শাকিব খানের সঙ্গে একটা আড্ডা দেওয়ার ইচ্ছা তাঁর। তিনি বললেন, ‘শাকিব খানের একটা গান আছে না, ‘‘দিল দিল দিল?’’ গানটা আমার অনেক পছন্দ। লোকে বিশ্বাসই করে না, বলে ‘‘সত্যি তোমার এই গান পছন্দ?’’ আমি ‘‘দিল দিল দিল’’ গানে শাকিবের সঙ্গে নাচতে চাই।’ কেন? বুবলি (এই গানে শাকিবের সহশিল্পী) কি ভালো নাচেননি? উত্তর এল, ‘না, না, আমি তা বলিনি। বুবলি অবশ্যই খুব ভালো নেচেছেন। তবে আমি আরও ভালো নাচতাম।’

ভাবনা
ইনস্টাগ্রাম