শাহরুখের সঙ্গে ছবি, আগ্রহ ছিল না মিথিলার

‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে মিথিলা ও পূর্ণিমাছবি: প্রথম আলো

২০১৯ সালের নভেম্বরে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউড তারকা শাহরুখ খান। সে অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও ভারতের নির্মাতা সৃজিতকে শাহরুখ খানের সঙ্গে এক ছবিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়। প্রথম আলো অনলাইনের আয়োজনে হাতিল নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে মিথিলাকে সে স্মৃতির কথা মনে করিয়ে দেন পূর্ণিমা। মিথিলা জানান, সেদিন শাহরুখের সঙ্গে ছবি তোলার ব্যাপারে তাঁর নিজের মোটেও আগ্রহ ছিল না।

মিথিলা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’

শাহরুখ খানের একপাশে সৃজিত, আরেক পাশে মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম

শাহরুখকে দেখার অনুভূতি জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। আমার তারকাদের দেখলে মনে হয়, তাঁরা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ। অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তাঁর সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’

অনুষ্ঠানে পূর্ণিমা পরের প্রশ্নে মিথিলার কাছে জানতে চান, ভবিষ্যতে কি সিনেমা পরিচালনা করার ইচ্ছা আছে? প্রশ্ন শুনেই মিথিলা বলেন, ‘চলচ্চিত্র পরিচালনা একটি বড় পরিসরের বিষয়। বিষয়টি আমার ভাবনাতেই নেই। তবে আমি জীবনে অনেক কিছু করেছি, সেগুলো আমার ভাবনার পরিসরে ছিল না। কিন্তু হয়েছে আমার জীবনে। আমি সারাক্ষণই ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি। এই প্রসেস আমার ভালো লাগে। বলা যায় না কোন দিন কী করে ফেলি। পরিচালনা করার মতো অঘটনও হয়ে যেতে পারে। সে জন্য আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’

মিথিলা
সংগৃহীত

বিশ্ব দরবারে মিথিলা বাংলাদেশকে তুলে ধরছেন ২০১১ সাল থেকে। মিথিলা বলেন, ‘যেদিন থেকে আমি ব্র্যাকে জয়েন করি, সেই থেকেই আমি আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশকে তুলে ধরেছি কাজের মাধ্যমে। অভিনয়ের সূত্রে কিছুদিন আগে থেকে দেশকে বিশ্ব দরকারে তুলে ধরতে পারছি। তবে সেটা এখনো মুক্তি পায়নি। সামনে নিজের কাজের মাধ্যমে দেশকে যেন বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, সেটাই আমার চাওয়া।’

‘বড় মঞ্চের তারকা’য় দিলারা হানিফ পূর্ণিমা
ছবি: প্রথম আলো

দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন বিভিন্ন অঙ্গনের যেসব তারকা, তাঁদের নিয়ে প্রথম আলো আয়োজন করছে হাতিল নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ শিরোনামে নতুন এ অনুষ্ঠান। প্রথম আলো ডটকম, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যায়। এ অনুষ্ঠানে প্রতি পর্বেই উঠে আসবে একজন তারকার শুরু থেকে বর্তমান এবং দেশের সীমানা পেরিয়ে তাঁর কাজের পরিধি। সম্প্রতি ‘বড় মঞ্চের তারকা’য় দিলারা হানিফ পূর্ণিমার মুখোমুখি হয়েছিলেন মিথিলা। সে অনুষ্ঠানে মিথিলা ক্যারিয়ার ও অন্য বিষয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করেন পূর্ণিমার সঙ্গে।