শুভ বললেন, সারপ্রাইজ এখনো অনেক বাকি

‘মিশন এক্সট্রিম’ ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে জান্নাতুল ঐশী, সানী সানোয়ার এবং আরিফিন শুভ

‘সিনেমায় এমন লুক নিজেকে কখনো দেখিনি। নতুন শুভকে আবিষ্কার করেছি। আমি কাজপাগল মানুষ। ভালোবেসে কাজ করি। আরিফিন শুভ ফাঁকা বুলি দেয় না। “ঢাকা অ্যাটাক”, “মুসাফির”, “ছুঁয়ে দিলে মন” সিনেমাগুলো দর্শক নিয়েছেন। “মিশন এক্সট্রিম” দেখতেও দর্শক হলে ভিড় করবেন,’ বললেন চিত্রনায়ক আরিফিন শুভ।
ঢাকার তেজগাঁওয়ের একটি স্টুডিওতে গতকাল আনুষ্ঠানিকভাবে ‘মিশন এক্সট্রিম’ ছবিটির ট্রেলার উন্মুক্ত করা হয়েছে। আরিফিন শুভ জানালেন, ছবিটির জন্য দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতির কিছু চমক ট্রেলারে প্রকাশ পেয়েছে। তবে শুভ জানিয়ে রাখলেন, সারপ্রাইজ এখনো অনেক বাকি।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সিনেমার ট্রেলার দেখলেই বোঝা যায় সিনেমাটির গল্প কী। কিন্তু “মিশন এক্সট্রিম”-এর ট্রেলার দর্শকদের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের মনে হয়েছে, দীর্ঘদিন ধরে সিনেমাটির পেছনে যে শ্রম দিয়েছি, সেটা সফল হবে। আমাদের প্রত্যাশা, সিনেমাটি দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করবে।’

মিশন এক্সট্রিম ছবিতে ঐশী ও শুভ
সংগৃহীত

সিনেমাটিতে আরিফিন শুভ একজন পুলিশ কর্মকর্তা। সিনেমাটির জন্য শুভকে শারীরিক গঠনেও পরিবর্তন আনতে হয়েছে। ট্রেলারে আরিফিন শুভর উপস্থিতিও আলাদা নজর কাড়ে। ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারটিতে শুভর চরিত্রটির মুখে শোনা যায়, ‘কে পাঠিয়েছে এই মিস্টিরিয়াস মানি? এটা কোনো যুদ্ধ অথবা যুদ্ধের সেনাপতির কোডনেম হতে পারে, তবে আমি এটুকু শিওর, তারা কোনো যুদ্ধের প্ল্যান করে বসে আছে আর এই যুদ্ধটা খুব একটা সহজ হবে না, অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে যেতে হবে।’

কাদের বিরুদ্ধে এই যুদ্ধ জানতে চাইলে শুভ বলেন, ‘এটাই তো রহস্য। এই থ্রিল, অ্যাকশন, গল্পের টান টান উত্তেজনা বা টেনশন সিনেমাজুড়ে আমরা তৈরি করেছি। এটুকু বলব, দর্শকদের সিনেমাটা ভালো লাগবে। সীমিত যে সুযোগ-সুবিধা আমরা পেয়েছি, সেটা দিয়ে সেরাটা করার চেষ্টা করেছি। এটিকে কোটি কোটি ডলার বাজেটের বিশ্বমানের সিনেমার সঙ্গে তুলনা করব না। তবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য নতুন অনেক কিছু রয়েছে ছবিতে, যা এই প্রথম।’

বক্তৃতা দেন সানী সানোয়ার
জান্নাতুল ঐশী ও আরিফিন শুভ

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্প আমার পেশাগত জীবন থেকে নেওয়া। দায়িত্ব পালন করতে গিয়ে বাস্তব জীবনে অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সেই অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পুরো সিনেমা থ্রিল, অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর।’

মিশন এক্সট্রিম ছবির দৃশ্য
সংগৃহীত

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, তাসকিন রহমানসহ অনেকে। আগামী ৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।