শুভর বিছানাবন্দী ঈদ

আরিফিন শুভ

বিছানায় শুয়েবসেই ঈদ অবকাশটা পার করে দিলেন আরিফিন শুভ। ভাববেন না, আলসেমির কারণে এমনটা করছেন তিনি। আসলে তাঁর শরীর ভালো নেই। চিকিৎসকদের পরামর্শে ছয় দিন ধরে তাই সম্পূর্ণ বিশ্রামে আছেন এই অভিনেতা। ২৫ জুলাই কিছু পরীক্ষা–নিরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছিল। শুভ জানালেন, ২৮ জুলাই রিপোর্ট পাবেন। তখনই জানা যাবে, পায়ে নতুন করে কী সমস্যা হয়েছে। তার আগপর্যন্ত তাঁকে বেড রেস্টে থাকতে হবে।

কিছু পরীক্ষা–নিরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছিল

‘মিশন এক্সট্রিম’–এ শুভর সিক্স প্যাক শরীরে হাজির হওয়ার কথা ছিল। তারই প্রস্তুতির শেষ পর্যায়ে হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই সময় এক মাসের বেশি বিশ্রামে ছিলেন তিনি। ঈদের আগে হঠাৎ করেই সেই ব্যথা আবার ফিরে এসেছে।

আরিফিন শুভ বলেন, ‘এখন দাঁড়াতেই পারছি না। প্রচণ্ড ব্যথা। সারাক্ষণ বিছানায় শুয়ে আছি। কী হবে, বুঝতে পারছি না। কিছুটা চিন্তিত রয়েছি। শুটিং থাকলে এই অবস্থায় বিপাকেই পড়ে যেতাম। এবারের ঈদটাও শুয়ে শুয়ে কেটে যাচ্ছে।’

এবারের ঈদটাও শুয়ে শুয়ে কেটে যাচ্ছে

ঈদে সব সময়ই বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দেন শুভ। একান্তই নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করেন। অসুস্থ থাকায় এবার তেমন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়নি। সিনেমা-সিরিজ দেখে আর বই পড়ে সময় কাটছে। অনেক আগে ‘ফরেস্ট গাম্প’ দেখেছিলেন। সম্প্রতি আবারও দেখে মুগ্ধ হয়েছেন।

শৈশবে ঈদের সিনেমা দেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের গল্প থাকে বাড়ি থেকে পালিয়ে সিনেমা দেখার, বন্ধুদের সঙ্গে মৌজমাস্তিতে সিনেমা দেখার। আমার তেমন কোনো গল্পই নেই। যখন ভালো সিনেমার যুগ ছিল। সেই সময় পরিবারের সঙ্গে কিছু সিনেমা দেখা হয়েছে। কোন সিনেমাগুলো দেখেছি, তেমন একটা মনেও পড়ছে না। এখন ঈদে নিজের অভিনীত সিনেমা নিয়ে অনেক আগ্রহী থাকি। সেই জায়গা থেকে কিছুটা কষ্ট আছে। পরপর দুই ঈদ সিনেমাহীন। কবে পরিস্থিতি ভালো হবে, সেটাও জানি না।’

আরিফিন শুভ

আরিফিন শুভ আফসোস করে বলেন, ‘দেড় বছর ধরে “মিশন এক্সট্রিম” সিনেমার শুটিং করেছি। সিনেমাটির সব কাজ শেষ। গত বছর রোজার ঈদে মুক্তির কথা ছিল। শুরু হয় করোনা। পরে এই বছরও রোজার ঈদে মুক্তিতে বাধা হয়ে দাঁড়ায় করোনা। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি একেবারেই বন্ধ হয়ে যাবে। তখন আমাদের হাল চাষ করে খেতে হবে। তা ছাড়া কোনো উপায় থাকবে না।’

‘মিশন এক্সট্রিম’ ছবির টিজারে আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

তারপরও আশাবাদী আরিফিন শুভ। স্বপ্ন দেখেন, সুদিন ফিরবে। তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমার শিডিউল। আগামী আগস্ট থেকে আবারও ‘নুর’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ

করোনা পরিস্থিতিতে শুটিং নিয়ে জোর দিয়ে কিছু বলতে চান না তিনি। শুভ বলেন, ‘আমার কাছে এখন আর চূড়ান্ত বলে কিছু নেই। আগস্টে “নুর”, সেপ্টেম্বরে বায়োপিকের শুটিং। আলটিমেটলি কী হবে, জানি না। এসব কারণে মাঝেমধ্যে মানসিক অবস্থারই পরিবর্তন হয়ে যায়।’