‘স্প্রিং ব্লোসম’–এ শুরু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কাল শনিবার শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ছবি:সংগৃহীত

কাল শনিবার শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৬ থেকে ২৪ জানুয়ারি এ উৎসবে দেখা যাবে দেশ-বিদেশের ২২৫টি সিনেমা। ফ্রান্সের ছবি ‘স্প্রিং ব্লোসম’ দিয়ে শুরু হচ্ছে উৎসবের প্রদর্শনী। এ বছরের উৎসবটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসবের ১০টি শাখায় থাকবে ৭৩ দেশের ২২৫টি স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও তথ্যচিত্র। এর মধ্যে রয়েছে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ৪১টি সিনেমা। জাতীয় জাদুঘর মূল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সসহ ৯টি পর্দায় ছবিগুলো দেখা যাবে। চাইলে ঘরে বসে অনলাইনেও উৎসবের সিনেমাগুলো দেখা যাবে।

ফ্রান্সের ছবি ‘স্প্রিং ব্লোসম’ দিয়ে শুরু হচ্ছে উৎসবের প্রদর্শনী
ছবি: সংগৃহীত

কাল ১৬ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের পর্দা উঠবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘স্প্রিং ব্লোসম’ ছবিটি। গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে এ ছবি। একজন টিনএজ তরুণীর সঙ্গে একজন প্রৌঢ়ের জাগতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির গল্প। এটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন। সন্ধ্যা ছয়টা থেকে এ ছবির প্রদর্শনী।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৫০ টাকা দর্শনীর বিনিময়ে উৎসবের ছবিগুলো দেখা যাবে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, নৃত্যশালা ও নন্দন মঞ্চে ছবিগুলো বিনা মূল্যে দেখা যাবে। এ ছাড়া যেকোনো শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডের সদস্য ফেরদৌস আহমেদ
ছবি: প্রথম আলো

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, করোনার এই সময়ে উৎসবটি করা তাঁদের জন্য চ্যালেঞ্জের ছিল। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই উৎসবটি করা হচ্ছে। তবু সিনেমা দেখতে আসা দর্শকদের নিজেদের কাছে স্যানিটাইজার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। আহমেদ মুজতবা জামাল বলেন, ‘দেশের দর্শকদের চলচ্চিত্রের রুচি ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে এ উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রতিশ্রুতিশীল নির্মাতাদের আন্তর্জাতিক ধারার সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছি।’

এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডের সদস্য রোকেয়া প্রাচী
ছবি: সংগৃহীত

মুজিব শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে নতুন চালু করা শাখা ‘লেজেন্ডারি লিডারস হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’-এ দেখানো হবে বিশ্বনেতাদের নিয়ে নির্মিত ছবি। আরেক নতুন শাখা ‘ট্রিবিউট’-এ থাকবে সত্যজিৎ রায়ের সাতটি ছবি। ম হামিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান সুফিয়া কামাল, এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডের সদস্য রোকেয়া প্রাচী, অভিনেতা ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

কাল ১৬ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের পর্দা উঠবে।
ছবি: সংগৃহীত