স্মৃতিকাতর বুবলী

বুবলী ও আদর
ছবি : সংগৃহীত

‘আমি অনেক সিনেমাতে অভিনয় করেছি, কিছু ছবির চরিত্র আমার খুব প্রিয়, সেই তালিকায় ‘তালাশ’ ছবির নাইরা আমার খুব প্রিয় একটি চরিত্র।’ মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কথা বলেন ‘তালাশ’ ছবির নায়িকা শবনম বুবলী।

বুবলী বলেন, ‘এর আগে আমি সৈকত নাসির ভাইয়ের ক্যাসিনো ছবিতে অভিনয় করেছি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। সৈকত নাসির একজন আধুনিক পরিচালক। তাঁর “তালাশ” ছবিটিও আধুনিক গল্পের ছবি। আপনারা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন, এটাই আমার প্রত্যাশা।’

বক্তব্যের একটা পর্যায়ে বুবলী বলেন, ‘আমি আজ খুবই স্মৃতিকাতর হয়ে পড়ছি। কারণ, আমার সামনে আমার প্রথম সিনেমা “বসগিরি”-এর পরিচালক শামীম আহমেদ বসা, আমার সামনে গুণী পরিচালক জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানরা বসা। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি, যেন আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি।’

রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘তালাশ’ ছবির সংবাদ সম্মেলন হয়

অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘তালাশ’ ছবির নায়ক নবাগত আজাদ আদরকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘সিনেমার দিনকাল ভালো যাচ্ছে না। নতুন নতুন ছেলেমেয়েরা সিনেমায় আসছেন। তাঁরা আধুনিক চিন্তাধারা দিয়ে সিনেমাকে এগিয়ে নেবেন বলে আমার বিশ্বাস। নবাগত আদরের প্রথম সিনেমা দেখতে আপনারা হলে যাবেন। তাঁকে উৎসাহিত করবেন। তাহলে হয়তো আদর ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা উপহার দেবেন আপনাদের। সিনেমা সমৃদ্ধ হবে।’

‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন, ‘আদর কত সৌভাগ্যবান! এই মঞ্চে দাঁড়িয়ে শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন স্যারসহ দেশের নামীদামি পরিচালকেরা তাঁকে পরিচয় করিয়ে দিলেন। এটা সব শিল্পীর কপালে জোটে না। আশীর্বাদ করি যেন বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক হতে পারেন আদর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, লেখক ও গীতিকার সাদাত হোসাইন।

‘তালাশ’ ১৭ জুন শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখা, ব্লকবাস্টারসহ দেশের প্রায় ৫০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন আসিফ আহমেদ খান, দীপক সুমন, মাসুম বাসার, মিলি বাসার, যোজন মাহমুদ প্রমুখ।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি লিখেছেন যৌথভাবে আসাদ জামান ও পরিচালক নিজেই। সিনেমাটির পরিবেশনায় আছে দ্য অভি কথাচিত্র।