হাইকোর্টের রায়: প্রতিক্রিয়ায় যা বললেন জায়েদ খান

তৃতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক জায়েদ খান
ছবি: সংগৃহীত

‘জায়েদ খান কখনো ভেঙে পড়ে না। অন্যায়ের কাছে মাথা নত করে না। সেটা আজ চলচ্চিত্র সমাজ, দেশের মানুষ দেখলেন। এক মাস ৫ দিন ধরে আমার সঙ্গে একের পর এক অন্যায় করেছেন কিছু মানুষ। আমি ধৈর্যহারা হইনি। দেশে আইনের শাসন আছে তার আশায় ছিলাম। তাদের আচরণে বারবার আমি আশাহত হয়েছি, কষ্ট পেয়েছি। কিন্তু শিল্পী হিসেবে চুপ থেকে আইন মেনেছি। আজ আবার তার ফল পেলাম। জায়েদের এর চেয়ে বেশি আর বলার কিছু নেই।’ —হাইকোর্টের রায়ে স্বপদে বহাল থাকার কথা শুনে এমন অভিমান মিশ্রিত প্রতিক্রিয়া জানান জায়েদ খান।

জায়েদ খান ও নিপুণ
ছবি: সংগৃহীত

গত ২৮ জানুয়ারি নির্বাচনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে সহকর্মীদের ভোটে জয় লাভ করেন জায়েদ খান। কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ। তিনি আপিল করেন। একসময় নির্বাচনের আপিল বিভাগ নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। অন্যদিকে অবৈধভাবে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। পরে পদটি নিয়ে জটিলতা তৈরি হয়। এটি এখন নিষ্পত্তির দায়িত্ব চলে যায় উচ্চ আদালতে। বেশ কয়েকবার শুনানি পিছিয়ে সর্বশেষ আজ বুধবার দিন ধার্য হয়। পরে সকাল থেকেই শুরু হয় শুনানি।

হাইকোর্টের রায়ে স্বপদে বহাল জায়েদ খান
ছবি: সংগৃহীত

জায়েদ খান বলেন, ‘আমি পুরো শুনানির সময় আদালতে ছিলাম। পুরো বক্তব্য শুনেছি। যখন রায় ঘোষণা করা হলো তখন একটি কথাই মনে হলো, এই রায় সত্যের পক্ষেই গেল। অথচ এই নির্বাচন নিয়ে তাঁরা কত নোংরামি করেছেন। শিল্পীদের হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন। আজ আমার চেয়ারে বসে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু সেই চেয়ার অবৈধভাবে দখল হয়ে গিয়েছিল। তিনি (নিপুণ) কোর্টের আদেশ অমান্য করে চেয়ারে বসে শিল্পীদের ছোট করেছেন। আজ দুপুর থেকেই আমি চেয়ারে বসব।’

শিল্পী সমিতির সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান
ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের এটি তৃতীয় বিজয়। জায়েদ খান বিজয়ী ঘোষণার পরই সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ফোন করে সংবাদটি জানিয়েছেন। জায়েদ খান বলেন, ‘জনাব ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমি তাকে জানিয়েছি আজ আমি শিল্পী সমিতির চেয়ারে বসব। সবাইকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করব।’ কী কাজ দিয়ে দায়িত্ব শুরু করবেন জানতে চাইলেন জায়েদ বলেন, ‘আমি আগে দুবার দায়িত্ব পালন করার কারণে ভালো করে জানি আমাদের কিছু কাজ পেন্ডিং হয়ে রয়েছে। সেগুলো আমার সভাপতির সঙ্গে পরামর্শ করে কাজ এগোব। আমাদের একমাত্র কাজ শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আর কোনো কিছু নিয়ে সমিতিকে বিতর্কিত করতে চাই না। শুধু একটি কথাই বলব, শুধু ইগোর কারণে শিল্পীদের সম্মান আর কেউ নষ্ট করবেন না।’

আরও পড়ুন
আরও পড়ুন