হিমালয়ের দিকে ছুটুক সিনেমার রেলগাড়ি: জয়া আহসান

তরুণ পরিচালকের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসানকোলাজ : সংগৃহীত

বাংলাদেশের তরুণ পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্রের কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়াটাকে বিষণ্ন দিনে অসম্ভব আনন্দের সংবাদ হিসেবে দেখছেন নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান। এই পরিচালকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে যেন আরও তরুণ স্বপ্ন দেখতে শুরু করেন আর হিমালয়ের দিকে ছুটে চলতে থাকে বাংলাদেশি সিনেমার রেলগাড়ি, এমনটাই আশা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়ার।

আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

চলচ্চিত্রপ্রেমী বাংলাদেশি ও দেশের চলচ্চিত্রের খোঁজখবর যাঁরা রাখেন, তাঁদের জন্য গতকাল বৃহস্পতিবার দিনটা ছিল ভীষণ আনন্দ ও অনুপ্রেরণার। ২৭ মে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ‘রেহানা মরিয়ম নূর’ ছবিসংশ্লিষ্টদের জানিয়েছিলেন, তাদের ছবি উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ আঁ সার্তেঁ রিগায় অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় জিতলে পুরস্কার হিসেবে তারা পাবেন ৩০ হাজার ইউরো। গতকাল কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে মনোনয়ন পাওয়া ছবিগুলোর তালিকা প্রকাশ করে।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

আঁ সার্তেঁ রিগায় ১৫ দেশ থেকে অংশ নিচ্ছে ১৮টি ছবি, এর মধ্যে রয়েছে বাংলাদেশও। এ সুযোগ বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের। দেশে সিনেমার সঙ্গে সম্পৃক্ত আর সবার মতো খবরটি আনন্দিত ও গর্বিত করেছে জয়া আহসানকেও।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালক ও অভিনয়শিল্পী আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধনকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘তরুণ মেধাবী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে এ বছর কান চলচ্চিত্র উৎসবের মূল আঙিনায় বাংলাদেশের চলচ্চিত্র। বিষণ্ণ দিনে কী অসম্ভব আনন্দ সংবাদ! অভিনন্দন, সাদ। তার পেছনে এসে যুক্ত হোক আরও তরুণের স্বপ্নভরা নতুন নতুন বগি। হিমালয়ের দিকে ছুটুক আমাদের চলচ্চিত্রের রেলগাড়ি।’

আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন সাদ। এর আগে ২০০২ সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম শোনা গিয়েছিল বাংলাদেশের নাম, তা–ও মূল প্রতিযোগিতা বিভাগের বাইরে। সেবার ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে নির্বাচিত হয় তারেক মাসুদের ‘মাটির ময়না’। ১৯ বছর পর এবার আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিল বাংলাদেশ।