৪ দিনের ব্যবধানে আবার পুরস্কার পেল ‘রেহানা’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যে বাঁধন ও জায়মা। ছবি: সংগৃহীত

হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জয় করেছে ‘রেহানা’। এর আগে গত বৃহস্পতিবার সিনেমাটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) গ্র্যান্ড জুরি ও সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বিচারকমণ্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেন, ‘“রেহানা” এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে চলছে। এই সময়ে আমাদের সিনেমাটি একটি পুরস্কার পেল। এটা আমরা আশা করিনি। এটা আমাদের জন্য আনন্দের। নতুন করে “রেহানা”র হাত ধরে আরেকটি দেশ থেকে বাংলাদেশে পুরস্কারটি এল। সিনেমাটি কেন পুরস্কার পেল, সেটি হলে গিয়ে দর্শক দেখতে পারেন।’

উৎসবের বিচারকমণ্ডলী বলেছেন, ‘বদ্ধ এবং নিপীড়নমূলক একটা পরিবেশ তৈরি করেছে “রেহানা মরিয়ম নূর”, যেখানে একজন ব্যক্তিকে তার মানসিক সুস্থতার চূড়ান্ত পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হয়। গতিশীল হস্তচালিত ক্যামেরার কাজ, আলোকচিত্র দর্শককে মূল চরিত্রের কঠিন অবস্থাটা বুঝতে সাহায্য করে।’

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

উৎসবের সাইটে গিয়ে জানা যায়, নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডে জন্য ইরানের ‘ব্যালাড অব হোয়াইট কাউ’, লেবাননের ‘কোস্টা ব্রাভা’, সাউথ কোরিয়ার ‘দ্য রিপোর্ট কার্ড’, তাইওয়ানের ‘ইনক্রিজিং ইকো’, ভারতের ‘শংকরস ফেইরিজ’, কম্বোডিয়ার ‘হোয়াইট বিল্ডিং’ প্রতিযোগিতা করে। ২৭ অক্টোবর শুরু হয়ে উৎসবটি চলে ১৪ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ‘টুয়েলভ ডেজ’।