‘বাবা তোমার জন্য সীমাহীন ভালোবাসা’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুণ, অপূর্বদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
মেয়ের চতুর্থতম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল ফ্রেমবন্দী হওয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন নুসরাত ইমরোজ তিশা। সেই ছবি পোস্ট করে পরিচালক ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘‘বাবা তোমার জন্য সীমাহীন ভালোবাসে’, ইলহাম!’
ছবি: ফেসবুক
২ / ৫
শীতের মধ্যে কখনো কখনো রোদ খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। সেই রোদ গায়ে লাগিয়ে পরিচালক আশফাক নিপুণ লিখেছেন জনপ্রিয় গানের লাইন, ‘রোদ উঠে গেছে তোমাদের নগরীতে/আলো এসে থেমে গেছে আমাদেরই জানালায়।’ ছবির নিচে মন্তব্যে জয়া আহসান লিখেছেন, কি মিষ্টি ছবিটি।’
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেতা আহসান হাবীব নাসিম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শীতকে অত ডরাই না, আর কদিন পরই মাথার ঘাম পা বেয়ে পড়ার দিন।’
ছবি: ফেসবুক
৪ / ৫
ঠান্ডার মধ্যেই সুইমিংপুলে নামলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার হৃদয় আবহাওয়ার চেয়েও শীতল।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৫ / ৫
সাবিলা নূরকে দেখে চেনা যায় না। দেখে অনেকটাই ছেলে মনে হয়। নাটকের এমন একটি ভিডিও পোস্ট করে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘উনি কি আপনার দেবর।’
ছবি: ফেসবুক