'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' আবারও

মঞ্চ
মঞ্চ

মঞ্চে আলোচিত সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে নাটকটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। মুক্তিযুদ্ধ নাট্যোৎসবের মধ্য দিয়ে সাত দিনব্যাপী নাটকটির প্রদর্শনী হয়। এবার ঘোষণা এল, আরও তিন দিন প্রদর্শিত হবে নাটকটি।

‘স্পর্ধা’র ব্যানারে নাটকটি মঞ্চে এসেছে। এবার তারা নাটকটি প্রদর্শনী করবে কথাসাহিত্যিক শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে। ২৩ মার্চ এই সাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে থাকছে নাটকটির একটি প্রদর্শনী। পরদিন ২৪ মার্চ থাকবে আরও একটি প্রদর্শনী। এরপর ২৫ মার্চ দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এই নাটকের মঞ্চায়ন।

‘স্পর্ধা’ সূত্র জানিয়েছে, যাঁরা এখনো নাটকটি দেখতে পারেননি, তাঁদের আবার দেখার সুযোগ এল। আগের সময়েই এই তিন দিন নাটকটি দেখা যাবে। অনলাইনে টিকিট কাটার সুযোগও থাকবে আগের মতো।