হুমকির মুখে প্রদর্শনী বাতিলের পর মঞ্চে ফিরল ‘শেষের কবিতা’
হুমকির মুখে প্রদর্শনী বাতিলের পর মঞ্চে ফিরল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’। গত সোমবার সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোরের নাটকটি প্রদর্শিত হয়েছে।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে রোববার নাটকটির প্রদর্শনীর কথা ছিল। তবে একদল ব্যক্তির হুমকি চিঠিতে প্রদর্শনী বাতিল করে মহিলা সমিতি। প্রদর্শনী বাতিল করায় নাট্যকর্মীরা প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে সোমবার নাটকটি প্রদর্শিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
প্রদর্শনীর পর নূনা আফরোজ সোমবার রাতে ফেসবুকে লিখেছেন, ‘সবার সহযোগিতায় শেষের কবিতা নাটকের একটা সফল প্রদর্শনী আমরা আজ করতে পেরেছি। জয় হোক থিয়েটারের।’
আজ মঙ্গলবার নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়েছে।
রোববার হুমকি চিঠিটি প্রকাশ্যে আসে। চিঠিতে বলা হয়, নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে এর দায় ‘তৌহিদি জনতা’ নেবে না। আর ওই চিঠি পেয়ে ‘নিরাপত্তা’র কথা বিবেচনায় মিলনায়তন বরাদ্দ বাতিল করে মহিলা সমিতি কর্তৃপক্ষ।
গত ফেব্রুয়ারি মাসে মহিলা সমিতি মিলনায়তনে একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত হয়েছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’।