জানুয়ারিতে ঢাকার মঞ্চে আসছে উইলিয়াম শেক্সপিয়ার ও জার্মান লেখক হাইনার মুলারের দুটি নাটক। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ ঢাকার মঞ্চে আগেও কয়েকবার এসেছে। এবার ভিন্ন আঙ্গিকে আনছে নাট্যদল স্বপ্নদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৩ জানুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
স্বপ্নদলের প্রধান সম্পাদক ও নাটকটির নির্দেশক জাহিদ রিপন বলেন, ‘ম্যাকবেথ নিয়ে সারা বিশ্বে নানাভাবে নিরীক্ষা হয়েছে; কিন্তু আমরা মূকনাট্য হিসেবে সংলাপবিহীনভাবে নাটকটি মঞ্চে আনছি। আমার জানামতে, বিশ্বের আর কোথাও এভাবে নাটকটি আসেনি; এটি একটি অনন্য ঘটনা।’
নাটকের গল্পে দেখা যায়, এক সেনাপতি রাজাকে হত্যা করে ক্ষমতা দখল করেন, পরে তাঁকেও হত্যা করা হয়। নির্দেশকের ভাষ্য, ‘এই ভূখণ্ডেও এমন ঘটনা দেখা গেছে; পলাশীর যুদ্ধে, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সঙ্গে কিছুটা মিল আছে। নাটকটি এমনভাবে উপস্থাপন করছি, যাতে পলাশীর যুদ্ধ ও বঙ্গবন্ধুর ঘটনার ইঙ্গিত থাকে।’
‘ম্যাকবেথ’ অবলম্বনে এক ঘণ্টা দৈর্ঘ্যের নাটকটির কাহিনি বিন্যাস করেছেন জুয়েনা শবনম, কোরিওগ্রাফি হাসানুজ্জামান, মঞ্চ ও আলোক পরিকল্পনা ফজলে রাব্বি, আবহ সংগীত পরিকল্পনা শাখাওয়াত শ্যামল, মিজাউল ইসলাম খান, পোশাক পরিকল্পনা জুয়েনা শবনম, সুমাইয়া শিশির ও প্রযোজনা ব্যবস্থাপনা শাখাওয়াত শ্যামল।
জার্মান লেখক হাইনার মুলারের উত্তরাধুনিক নাটক ‘হ্যামলেট মেশিন’ প্রথমবারের মতো ঢাকার মঞ্চে আনছে নবগঠিত নাট্যদল এক্টোম্যানিয়া। ১০ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ নাটকের কারিগরি প্রদর্শনী, পরদিন একই মঞ্চে হবে উদ্বোধনী প্রদর্শনী।
নাটকে উঠে এসেছে সমকালীন যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, নারী নির্যাতন, বাণিজ্যিক সভ্যতা, সমাজের নানা স্খলনের চিত্র। নাটকটি বাংলায় অনুবাদ করেছেন প্রয়াত জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। নির্দেশনা দিচ্ছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের নওরীন সাজ্জাদ। নওরীন সাজ্জাদ জানান, ১৫ অক্টোবর থেকে নাটকটির মহড়া চলছে। হ্যামলেট মেশিন এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে প্রদর্শিত হলেও সাধারণ দর্শকের সামনে আগে প্রদর্শিত হয়নি। ফলে নতুন নাট্যদল হিসেবে নাটকটিকে বেছে নিয়েছেন তাঁরা।
গত বছরের আগস্টে গঠিত এক্টোম্যানিয়ার এটিই প্রথম নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আবদুল্লাহ আল মারুফ, আমির হামজা আকাশ, তালহা জুবায়ের, সাগর বড়ুয়া, জয়ব্রত বিশ্বাস, পারিশা মেহজাবিন, মাঈশা কাশপিয়া, সানজিদা শাফরিন, মেরিনা মিতু, ফাতেমা কানিজ, রাসেল মাহমুদ, মেহেদী হাসান লাবন, গাজী রিয়াদ হোসেন।
এই নতুন দুটি নাটক ছাড়াও জানুয়ারি মাসজুড়েই শিল্পকলা একাডেমির তিন মিলনায়তন ও মহিলা সমিতি মিলনায়তনে অন্তত ৭০টি পুরোনো নাটকের প্রদর্শনী হবে। আলোচিত পুরোনো নাটকের মধ্যে রয়েছে নির্দেশক সৈয়দ জামিল আহমেদের ‘৪.৪৮ মন্ত্রাস’। নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের প্রদর্শনী রয়েছে। এরপর ৬ ও ৭ জানুয়ারি প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়; ৮ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ও ১৩ জানুয়ারি বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় সমাপনী মঞ্চায়ন হবে।
ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এ নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।
২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু করেন জামিল আহমেদ; মাঝে করোনার হানায় কাজ খানিকটা থমকে গেলেও অনলাইনে সচল ছিল তাঁর নাট্যদল। বছরের শেষ ভাগে করোনার প্রকোপ কমলে ডিসেম্বরে ৪.৪৮ মন্ত্রাস নাটকের ১৭টি প্রদর্শনী হয়। বিধিনিষেধের কারণে অর্ধেক আসন খালি রাখায় অনেক দর্শক আগ্রহ থাকলেও নাটকটি দেখতে পারেননি। তাঁদের কথা বিবেচনায় রেখেই আবারও নাটকটি মঞ্চে আনছে তারা।
নাটকটি এরপর মঞ্চে না–ও আসতে পারে বলে জানালেন নির্দেশক। ভবিষ্যতে নতুন নাটক নিয়ে কাজ করবে স্পর্ধা। ফলে আগ্রহীদের জন্য ৪.৪৮ মন্ত্রাস দেখার এটিই শেষ সুযোগ। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১ হাজার টাকা।