রাজস্থানের পর নয়াদিল্লিতে

‘দমের মাদার’ নাটকের দৃশ্যসংগৃহীত

ন্যাশনাল স্কুল অব ড্রামা নয়াদিল্লি ও ভারত সরকারের যৌথ আয়োজনে চলছে ২৩তম ভারত রঙ্গ মহোৎসব। এ উৎসবে ৯ ফেব্রুয়ারি রাজস্থানের সংগীত নাট্য একাডেমি মিলনায়তনে ঢাকার নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ নাটকের মঞ্চায়ন হয়। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নয়াদিল্লির মেঘদূত মিলনায়তনে নাটকটির আরেকটি মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন পারভীন লোপা।
‘দমের মাদার’ নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা। ২০১০ সালের ৩০ এপ্রিল প্রথমবার মঞ্চায়িত হয় এ নাটক। এ পর্যন্ত ভারতের নানা উৎসবে ১৬ বার নাটকটি নিয়ে নাট্যম রেপার্টরি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় লোকায়ত আখ্যান মাদার পীরকে নিয়ে নাটকটির কাহিনি রচিত হয়েছে।

নাট্যম রেপার্টরির বহুল প্রশংসিত নাটক ‘দমের মাদার’
ছবি: নাট্যম রেপার্টরির সৌজন্যে

নাট্য সমালোচকেরা মনে করেন, ভারত রঙ্গ মহোৎসবের মতো এত বড় নাট্য উৎসব শুধু ভারতে নয়, এশিয়া মহাদেশে আর নেই। এমন উৎসবে যোগদান ও পারফর্ম করার জন্য যেকোনো নাট্যদল যে মুখিয়ে থাকে, তা বলার অপেক্ষা রাখে না। আর এবারের উৎসবে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পাঁচটি দল যোগ দিয়েছে। উৎসবে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ ছাড়া আরও রয়েছে ম্যাড থেটারের ‘অ্যানা ফ্রাঙ্ক’, থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, বটতলার ‘খনা’ ও স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’।