জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নাটক ‘হাহাকার’
জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমিতে ‘হাহাকার’ নামে একটি নাটক লিখেছেন রবি ঘোষ। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে লেখকেরই নির্দেশনায় রোববার রাতে মঞ্চস্থ হলো সেই নাটক। জেলা শিল্পকলা একাডেমির নাট্য কর্মশালায় নির্মিত বিশেষ প্রযোজনা হিসেবে এটি মঞ্চস্থ হয়েছে।
নাটকে জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণ ও তাঁদের আত্মত্যাগ এবং আন্দোলনের দিনগুলোয় ফ্যাসিস্টদের নির্যাতন তুলে ধরা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে একদিকে গণজাগরণ, অন্যদিকে হামলা ও নির্যাতনের মুখেও লড়াই চালিয়ে যাওয়া তরুণদের মিছিল–স্লোগান পুরো নাটকে এক অনন্য মাত্রা যোগ করে। একই সঙ্গে নাটকটিতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্পও তুলে আনা হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, নাট্যকার রবি ঘোষ, সুনামগঞ্জের নাট্যজন দেওয়ান গিয়াস চৌধুরী, সামিনা চৌধুরী ও মঞ্জু তালুকদার।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দেওয়ান গিয়াস চৌধুরী, সামির পল্লব, মেহেদী হাসান, পল্লব ভট্টাচার্য, অমিত বর্মণ, দৃষ্টি তালুকদার, বায়েজিদ আল সামায়ুন, জিত দালুকদার, পার্থ সাহা, অলিদ হাসান, তৌহিদুর রহমান, দিব্যজিৎ চন্দ, সায়মন হাসান, আমান চৌধুরী, ঝুমা দাস, নাজমুল ইসলাম, সৃজন চন্দ ও আমজাদ হোসেন।