মঞ্চে আসছে ‘ঘরে ফেরা’
মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের নতুন নাটক ‘ঘরে ফেরা। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ভারতের পরিচয় উৎসবে। আজ সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। মোজাফ্ফর হোসেনের কাহিনি অবলম্বনে নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন আসাদুল ইসলাম।
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা থানার আনুলিয়া মহামায়া বিদ্যামন্দিরে ‘পরিচয়’ নাট্যোৎসব চলবে ২৫ মার্চ পর্যন্ত। আজ উৎসবের দ্বিতীয় দিনে স্থানীয় দর্শক দেখবে বাংলাদেশের নতুন এ নাটক। এটি ম্যাড থেটারের চতুর্থ প্রযোজনা। একক চরিত্রের নাটকটিতে যুদ্ধপীড়িত, অসম্ভব প্রাণশক্তিসম্পন্ন এক লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করেছেন সোনিয়া হাসান।
নির্দেশক আসাদুল ইসলামের ভাষ্য, ‘সব যুদ্ধের একটাই চিত্র, রক্তক্ষয়। সেই চিত্র নিদারুণভাবে ফুটে উঠেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে। গল্পে দেখা যাবে, ১৯৭১ সাল, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলছে। একদল গ্রামবাসী আশ্রয়ের উদ্দেশ্যে সীমান্তের দিকে ছুটছিল। কিন্তু যাত্রাপথে শত্রুর আক্রমণে পড়ে। ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে থাকে বিপর্যস্ত মানুষের ঝাঁক। কেউ মৃত, কেউ অর্ধমৃত। বেঁচে যাওয়া গ্রামবাসী ফিরতে শুরু করে তাদের জন্মভিটায়।’
আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত একই পরিবারের সদস্য। সম্পর্কে বাবা, মা আর মেয়ে। এই পরিবারের সদস্যরা ২০১৫ সাল থেকে ‘ম্যাড থেটার’ পরিচালনা করছেন।