১৬ জেলার যে ১৬ নাট্যকর্মী পাবেন এথিক তারুণ্য সম্মাননা

এথিকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এবার দেশজুড়ে বিভিন্ন জেলা শহরের বিভিন্ন নাট্য সংগঠনের ১৬ জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেকোলাজ

মঞ্চনাটকে তরুণ নাট্যকর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও প্রদান করা হবে এথিক তারুণ্য সম্মননা। এথিকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এবার দেশজুড়ে বিভিন্ন জেলা শহরের বিভিন্ন নাট্য সংগঠনের ১৬ জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে কারা পাচ্ছেন এবাবের সম্মাননা।

এবারÑএথিক তারুণ্য সম্মাননা পাবেন সীমান্ত দাস (থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ), আমিনুল রাইহান (সংশপ্তক নাট্যদল নারায়ণগঞ্জ), অমিত চক্রবর্তী (তির্যক নাট্যদল চট্টগ্রাম), তাসলিমা আক্তার ইরিন (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), অমির দাশ (কক্সবাজার থিয়েটার), নুসরাত জাহান জিসা (জীবন সংকেত নাট্যগোষ্ঠী হবিগঞ্জ), মো. রুবেল মিয়া (শায়েস্তাগঞ্জ থিয়েটার), জয় সাহা (অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ), অভিষেক চক্রবর্তী (খেয়ালী গ্রুপ থিয়েটার বরিশাল), মো. আলী হায়দার রিয়াজ, (পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার বরিশাল), মো. ফাহিম হাসান (বোধন থিয়েটার কুষ্টিয়া), কমল বিশ্বাস (বিবর্তন যশোর), লক্ষ্মী রায় (রংপুর নাট্যকেন্দ্র), মৌসুমী রহমান (প্রচ্ছদ কুড়িগ্রাম), দেবেশ্বর চন্দ্র সিংহ (আমাদের থিয়েটার দিনাজপুর) এবং মো. খাইরুল ইসলাম (অনুশীলন নাট্যদল, রাজশাহী)
১১ জানুয়ারি শনিবার বিকেলে বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। নাট্যজন মামুনুর রশীদ, লাকী ইনাম, তারিক আনাম খান, আফজাল হোসেন এবং আজাদ আবুল কালাম, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষ পর্বে এথিকের জনপ্রিয় নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চস্থ হবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।

নাট্যদল এথিক তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রতিবছর এথিক তারুণ্য সম্মাননা প্রদান করে আসছে। তরুণ নাট্যকর্মীদের কাজের স্বীকৃতি ও দীর্ঘমেয়াদি থিয়েটারচর্চায় উৎসাহিত করতে এই সম্মাননা কার্যক্রম চালু করা হয়েছে। নাট্যচর্চায় অন্যতম সক্রিয় দলগুলোর মধ্য থেকে দলীয়ভাবে নির্বাচিত তরুণ নিবেদিত নাট্যকর্মীদের হাতে ওঠে এই সম্মাননা।

২০২২ সালে মহান স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে ৫০টি নাট্যদলের ৫০ জন তরুণ নাট্যকর্মীর হাতে এথিক তারুণ্য সম্মাননা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বছর অনুয়ায়ী সম্মাননাসংখ্যা নির্ধারণ করা হয়। অর্থাৎ দলের বয়স যত বছর হবে, ঠিক ততজন নাট্যকর্মীকে প্রদান করা হয় এথিক তারুণ্য সম্মাননা। এথিক এবার ১৬ বছর পা দিয়েছে। তাই ১৬ জন তরুণ নাট্যকর্মীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।