আজ চ্যানেল আইয়ে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’
২৫ বছর ধরে চ্যানেল আইয়ে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন রেজানুর রহমানের ঈদের নাটক প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘একটি পারিবারিক গল্পের খসড়া’।
বউ–শাশুড়ির দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার করুণ পরিণতি রয়েছে নাটকটিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকের তথ্য জানানো হয়েছে।
‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের কাহিনি অনেকটা এ রকম: সংসার হলো মায়ার খেলা। শ্রদ্ধা, ভালোবাসা আর গুরুত্বের নির্যাসে সংসারে মা, বাবা, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে মায়ার সৃষ্টি হয়। এ নাটকে এই মায়ার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংসারে বউ–শাশুড়ির যুদ্ধ নতুন ঘটনা নয়। তাই বলে বিষয়টিকে উপেক্ষা করাও উচিত নয়। তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তা–ই ফুটে উঠেছে নাটকটিতে।
অভিনয় করেছেন দিলারা জামান, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতা প্রমুখ। আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে।