এথিক তারুণ্য সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা

শেষ পর্বে এথিকের নতুন নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ হবেসংগৃহীত

মঞ্চনাটকে তরুণ নাট্যকর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিগত দুই বছরের ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগরীর বিভিন্ন নাট্য সংগঠনের ১৫ জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার সম্মাননা পাবেন নূরে খোদা মাসুক সিদ্দিক (থিয়েটার), রাজীব আহমেদ (নাট্যকেন্দ্র), মাশরুবা বিনতে মোশাররফ (লোকনাট্য দল), সালমান লিমন (দেশ নাটক), স্বাতী ভদ্র (প্রাচ্যনাট), ইউশা আনতারা প্রপা (থিয়েটার আরামবাগ), নূরুজ্জামান সরকার (অনুস্বর), সঞ্জয় গোস্বামী (বাতিঘর), শেউতী শীন শাহগুফতা (বটতলা), মো. শরীফুল ইসলাম (পদাতিক নাট্য সংসদ), অর্ক অপু (স্বপ্নদল), সামিউল আলম (মহাকাল নাট্য সম্প্রদায়), আশিউল ইসলাম (চারুনীড়ম), ইন্দ্রাণী ঘটক (থিয়েটার আর্ট ইউনিট) ও সুধাংশু নাথ (লোকনাট্য দল বনানী)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালে ‘এথিক’ এই পুরস্কার প্রবর্তন করে। ১৯ জানুয়ারি বিকেলে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এবারের সম্মাননা প্রদান করা হবে। নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, নাট্য অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন। শেষ পর্বে এথিকের নতুন নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ হবে।