ইউটিউবে কী দেখছেন দর্শকেরা

তালিকায় রয়েছে ‘স্কুল গ্যাং’, ‘বউ বোঝে না’, ‘ফাইন্ডিং ফ্যামিলি’, ‘ভালোবাসার তিন দিন’ ও ‘সাহেব বিবি জোকার’ছবি: কোলাজ
এই মুহূর্তে বাংলাদেশের দর্শকেরা ইউটিউবে কী নাটক দেখছেন? তার হদিস মিলবে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরার তালিকায় ঢুঁ মারলে। তালিকার শীর্ষে রয়েছে ড্রামা সিরিয়াল ‘স্কুল গ্যাং’।
স্কুল গ্যাং–এর পোস্টার।
ছবি: ফেসবুক

১. স্কুল গ্যাং
আলোচিত সিরিজটি প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট নামে এক চ্যানেলে প্রকাশিত হয়। দিন দুয়েক আগে সিরিজের ২৯তম পর্ব প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেন্ডিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। মূলত কয়েকজন ইউটিউবার সিরিজের সঙ্গে যুক্ত আছেন, সিরিজটির তরুণদের কাছে পরিচিতি রয়েছে।

বউ বোঝে না–এর পোস্টার
ছবি: ফেসবুক

২. বউ বোঝে না
‘স্কুল গ্যাং’-এর পরই রয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বউ বোঝে না’। আট দিন আগে সিএমভির চ্যানেলে প্রকাশিত নাটকটি এখন পর্যন্ত ৩৯ লাখবার ভিউ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল ইসলাম, চিত্রনাট্য লিখেছেন সোহাইল রহমান।

ফাইন্ডিং ফ্যামিলি–এর পোস্টার
ছবি: ফেসবুক

৩. ফাইন্ডিং ফ্যামিলি
ছোট পর্দার তরুণ অভিনেত্রী কেয়া পায়েলের আরও একটি নাটক রয়েছে ট্রেন্ডিংয়ে; মেহেদি হাসানের পরিচালনায় এ নাটকে কেয়ার সহশিল্পী হিসেবে আছেন মুশফিক আর ফারহান। গত ১১ দিনে নাটকটি ৬৭ লাখবার ভিউ হয়েছে।

ভালোবাসার তিন দিন–এর পোস্টার
ছবি: ফেসবুক

৪. ভালোবাসার তিন দিন
ছোট পর্দার অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে এ নাটকে অভিনয় করেছেন শিল্পী পড়শী; নাটকটি প্রকাশের ১০ দিন পর ৪৫ লাখবার ভিউ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

সাহেব বিবি জোকার–এর পোস্টার
ছবি: ফেসবুক

৫. সাহেব বিবি জোকার
নিলয় আলমগীর ও জে এস হিমি অভিনীত ‘সাহেব বিবি জোকার’ নাটকটিও রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায়। নাটকটি ১৫ লাখবার ভিউ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।

আরও পড়ুন