১০ হাজার শিশু-কিশোর নিয়ে নাট্যোৎসব

শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এ উৎসব চলছে একযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারটি মিলনায়তনেসংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত শুক্রবার থেকে চলছে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪’। ১০ হাজার শিশুর মিলনমেলায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আগত নাট্যদলের বৈচিত্র্যময় পরিবেশনায় জমে উঠেছে এ উৎসব। শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এ উৎসব চলছে একযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারটি মিলনায়তনে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সাদিয়া তাবাসসুম বৃষ্টির নাট্যরূপ, মারুফ আনোয়ারের নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি, জামালপুরের পরিবেশনায় নাটক ‘ইচ্ছে পূরণ’ মঞ্চস্থ হয়েছে।

সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে লিয়াকত আলী লাকীর নাট্যায়নে মো. হেলাল মিয়ার নির্দেশনায় ‘জয় বাংলা’ নাটক মঞ্চস্থ হয়েছে। পরিবেশনায় বন্ধু মহল শিল্পী সংস্থা, গাজীপুর। রাত আটটায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা’। মো. সোহাগের নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুরের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। সন্ধ্যা ছয়টায় মলয় কান্তি মণ্ডলের নির্দেশনায়, জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার পরিবেশনায় ‘সাত ভাই চম্পা’ নাটক মঞ্চস্থ হয় স্টুডিও থিয়েটার হলে। এই মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মমতাজউদদীন আহমদের রচনা, মানস করের নির্দেশনা এবং জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জের পরিবেশনায় ‘বাউল বাঁশির সুর’ নাটক মঞ্চস্থ হয়েছে। রাত আটটায় খান শওকত নাট্যকার, শাজাহান শোভনের নির্দেশনা এবং দৌড় শিশু নাট্যদল গাজীপুরের পরিবেশনায় ‘শহীদ রাসেল’ নাটক মঞ্চস্থ হয়।
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘সুবর্ণ গাঁও’। আবু হানিফা মাসুমের রচনা ও নির্দেশনায়, জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়।

সন্ধ্যা সাতটায় সাহিদ হাসান জোয়ার্দার সোনার রচনা ও নির্দেশনায়, জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গার পরিবেশনায় নাটক ‘বিরাট খোকার কীর্তন’ মঞ্চস্থ হয়েছে। রাত আটটায় দীপক সাহার রচনায়, পথিক শহিদুলের নির্দেশনায় বনলতা শিশু থিয়েটার স্কুল ঝিনাইদহ পরিবেশন করে নাটক ‘কুসুম কলি’।

একটি নাটকের দৃশ্য
সংগৃহীত

এর আগে বেলা আড়াইটায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন জেলা থেকে আগত নাট্যদলগুলো আনুষ্ঠানিক স্বাগত জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কাঙ্ক্ষিত সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়ণে সব শ্রেণি, সম্প্রদায়ের শিশু-কিশোর ও যুবকদের সম্পৃক্ত এবং অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন যৌথভাবে দেশের শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪’ আয়োজন করেছে।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু-কিশোর ও যুব নাট্যোৎসবের একটি পরিবেশনা
সংগৃহীত

এ উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৬৪টি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য সংগঠনের ৩৬টি প্রযোজনা মঞ্চস্থ হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারটি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। নাটক সবার জন্য উন্মুক্ত।