শহীদ মিনারে শীতকালীন মৌসুমি পথনাটক

কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষদের শীতকালীন মৌসুমি পথনাটক কর্মসূচির উদ্বোধন করা হলোছবি: বাংলাদেশ পথনাটক পরিষদের সৌজন্যে

প্রতিবছরের মতো এবারও শীতকালীন মৌসুমি পথনাটক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষদের শীতকালীন মৌসুমি পথনাটক কর্মসূচির উদ্বোধন করা হলো। প্রতিবছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এবার নভেম্বরে শুরু হয়েছে। প্রতি শুক্রবার ঢাকার উত্তরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় পথনাটক মঞ্চায়ন হবে।
শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচক ছিলেন জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা ও পরিষদের সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী।

নিয়াজ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনা ‘ঠিকানা’ পরিবেশিত হয়। আজাদ আবুল কালামের লেখা নাটকটির নির্দেশনা দেন দেবাশীষ ঘোষ। ছিল নাটনন্দনের প্রযোজনা আসমা আক্তারে লেখা ও নির্দেশিত নাটক ‘ধূপ আতরের বঙ্গপালা’।

শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
ছবি: বাংলাদেশ পথনাটক পরিষদের সৌজন্যে

‘মুক্তিযুদ্ধের স্বদেশ গড়ো’ স্লোগান নিয়ে প্রতি শুক্রবার বসবে এই আয়োজন, যা মার্চ মাসে জাতীয় উৎসবের মধ্য দিয়ে শেষ হবে বলে পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস জানান।

নিয়াজ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনা ‘ঠিকানা’ পরিবেশিত হয়
ছবি: বাংলাদেশ পথনাটক পরিষদের সৌজন্যে